কোরিয়ান পরিচালক Chan-wook Park এর ভক্ত হয়ে গেলাম। শুরুটা হয়েছিল বিডি আইডলের রিকমেন্ড করা OldBoy দেখে। তারপর একে একে দেখলাম Lady Vengeance এবং Sympathy for Mr. Vengeance। জানলুম এই তিনটাকে একসাথে বলা হয় The Vengeance Trilogy নামে যদিও একটার সাথে অন্যটার কোন সম্পর্ক নেই। একেকটা মুভি দেখা শেষ করে পুরো একটা দিন শুধু মুভিটার কথায় মাথায় ঘুরত। মুভি শেষের আমায় দেখলে যে কেও বলতে পারতো আমি থম মেরে গিয়েছি, পুরো স্তব্ধ। মানুষ কি করে এমন প্রতিশোধপরায়ণ হয়! সহ্যের কোন সীমা পার করলে মানুষের ভেতর এমন পশুত্বকে জাগিয়ে তোলা যায় এই মুভিগুলো না দেখলে কোনদিনই জানা হত না। নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছি এই মুভি তিনটা না দেখলে আমার মুভি দেখার অভিজ্ঞতা অসম্পূর্ণই রয়ে যেত।
প্রতিজ্ঞা করেছি, আর যাই করি না কেন, কোন কোরিয়ানকে কখনো চটাবো না। কে জানে বাপু, কখন লবণ মাখিয়ে আমাকে আস্তই খেয়ে পেলে
শুরু করি OldBoy দিয়েই
OldBoy
একজন সাধারণ মানুষকে অপহরণ করে বিনা বিচারেই একটা প্রাইভেট বন্দীখানায় আটকে রাখা হয় একে একে প্রায় পনের বছর। সে কোনভাবেই ভেবে পাইনা কার সাথে তার এমন শত্রুতা ছিল যে কিনা এমন একটা কাজ করতে পারে। সে কতদিন বন্দী থাকবে তাও তাকে জানানো হয় না। এভাবে অনিশ্চিত অবস্থায় দিন কাটাতে কাটাতে সে প্রায় উন্মাদের মতোন হয়ে উঠে। টিভিতে তাকে দেখানো হয় তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, এবং তার একমাত্র মেয়েকে পাঠানো হয়েছে চাইল্ড কেয়ারে। একসময় সে লিখতে বসে, কার কার সাথে সে খারাপ কাজ করেছে। কিন্তু তার পরেও কিছু ভেবে পায়না। নিজেকে সে প্রস্তুত করতে থেকে প্রতিশোধ নেওয়ার। চরম প্রতিশোধ। শিউরে উঠবার মতোন প্রতিশোধ। একসময় সে ছাড়া পায়। হিংস্র হয়ে উঠে সে প্রতিশোধ নেওয়ার নিমিত্তে। সে জানতে পারে তার হাতে মাত্র পাঁচ দিন সময় রয়েছে সত্যি ঘটনা বের করবার। কিন্তু তখনও সে জানতে পারেনা যে, তার জন্য এখনো আরো চরম শাস্তি অপেক্ষা করছে, যেটি ১৫ বছরের বন্দিজীবনের কাছেও কিছু না।
বিডি আইডল উনার পোষ্টে সতর্ক করে দিয়েছিলেন যে, এটি চরমভাবে প্রাপ্তবয়স্কদের মুভি। তবে এই প্রাপ্তবয়স্ক উপকরণ দৃশ্যত ওতটা না যতটা না গল্পে রয়েছে। আর এইজন্য আমিও বলবো, মুভিটা প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনষ্কদের।
ট্রেইলারঃ
অনলাইনে দেখুন এইখানে (লিঙ্কটাও বিডি আইডলের সৌজন্যে)
IMDB-র রেটিং ৮.৩
http://www.imdb.com/title/tt0364569/
Lady Vengeance
একটি নিরপরাধ শিশুকে অপহরণ করে হত্যার অভিযোগে প্রায় ১৩ বছরের জেল জীবন কাটানোর পর মুক্তি মিলে Geum-ja Lee-র। তার গ্রেফতারের সময় কেও বিশ্বাসই করতে পারছিলনা, এমন সুন্দরী কেমন করে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারে। প্রধান তদন্তকারী কর্মকর্তার সন্দেহ হলেও Geum-ja Lee জোড় দিয়ে বলতে থাকে সেই দায়ী। এবং তার শাস্তিও সে পাই। তার এই শাস্তি মেনে নেওয়ার কারণ ছিল অবশ্য। জেলে Geum-ja Lee-র সহ-বন্দীরা তাকে সমীহ করেই চলতো। এক সময় সে ছাড়া পাই এবং পরিকল্পনা করতে থাকে প্রতিশোধের। যার কারণে সে জেল কেটেছে, যার কারণে তার মেয়ে তার থেকে দূরে, সেই মানুষটাকে খুজে প্রতিশোধ নেওয়ার নকশা আঁকতে থাকে সে। তার এই পরিকল্পনায় সে সহযোগীতা প্রায় তার প্রাক্তন সহ-বন্দীদের। কিন্তু চরম আঘাত হানার জন্য সে রোমকূপ কাড়া করে দেওয়ার মতো কিছু সংকল্প আঁটটে থাকে। কাদের দিয়ে নেওয়াবে এবং কেমন সেই চরম আঘাত? নিজেই দেখে নিন।
এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানগুলোও মুগ্ধ হওয়ার মতোন।
ট্রেইলারঃ
মুভিটা অনলাইনে দেখুন এইখানে।
IMDB-র রেটিং ৭.৭
http://www.imdb.com/title/tt0451094/
Sympathy for Mr. Vengeance
ট্রিলজীর প্রথম মুভি হলেও এটিকে শেষে রেখেছি কারণ আমি এটি দেখেছি সবার শেষেই। তিনটার মাঝে এই একটা মুভিতেই আমার কাছে প্রতিশোধকারী এবং যার উপর প্রতিশোধ নেওয়া হয়েছে দুজনের প্রতিই সহমর্মিতা ছিল। যে পরিমান অপরাধ সে করেছে আমার মনে হয়েছে তার চাইতে তার শাস্তির মাত্রাটা বেশী হয়েছে যখন জানা যে অপরাধী একজন জন্ম বোবা এবং বধির। পরিস্থিতির স্বীকার সে এবং চরম দুর্ভাগ্যজনক। হয়তো মুভিটায় ছিল এমন, এই দুর্ভাগ্যজনক ঘটনাকে ফুটিয়ে তোলা এবং যদি তাই হয় তবে পরিচালক শতভাগ সফল। কি নিয়ে কাহিনী তার কিছুই আমি বলছিনা। নীচে ট্রেইলার দিলুম। দেখে আগ্রহ জন্মালে নীচে লিঙ্ক আছে দেখতে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে।
ট্রেইলারঃ
মুভিটা অনলাইনে দেখুন এইখান থেকে
IMDB-র রেটিং ৭.৮
http://www.imdb.com/title/tt0310775/
উৎস্বর্গঃ বিডি আইডল, যার সূত্র ধরেই এই মুভি তিনটা দেখা।
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩৭