কাল রাত সাড়ে বারোটার সময় লিখছিলাম -
"এখন রাত ১২ টা বেজে ২৩ মিনিট। চোখ থেকে বিন্দু বিন্দু ফোঁটা গড়িয়ে পড়ছে আমার চশমার দুই কাচে। হুম আমি কাঁদছি।"
একটা ইরানিয়ান মুভি দেখতে দেখতেই আমার এই হাল। আমি বরাবরই বলে এসেছি, ইরানি মুভিগুলো আমাকে এমন করে নাড়া দিয়ে যায় যে, মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে পড়তে হয়। এমন করে এরা মানুষের অনুভূতি গুলোকে তুলে ধরতে পারে, জীবনের গীত গাইতে পারে যে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। এই যেমন কাল আমার হল। পৃথিবীর সকল মা-কে কুর্নিশ করতে শ্রদ্ধায় নিজের মাথা আমি নোয়ালাম। প্রণতি সকল মায়ের তরে।
জীবন সম্পর্কে নতুন করে অনুধাবন করতে, নিজেকে জানতে এই মুভির তুলনা চলে না। মুভির ইংরেজী নাম M for Mother। মায়ের চরিত্রে আছে Sepideh (Golshifteh Farahani), যে ইরাক-ইরান যুদ্ধে রিলিফ ওয়ার্কারের কাজ করার সময় ক্যামিকেল বোম্বিং এর শিকার হয়। যদিও তখন তার মাঝে অসুস্থতার কোন লক্ষণ দেখা যায়নি কিন্তু পরে বিয়ের পর গর্ভকালীন অবস্থায় ধরা পরে সে পুরোপুরি সুস্থ নয়। ডাক্তাররা বলে যে ক্যামিকেল বোম্বিং এর প্রভাব তার বাচ্চার উপর পরেছে এবং সেই বাচ্চার জন্মের পর নানান রকম সমস্যা দেখা দিবে।
নানা ভাবে তারা স্বামী এবং স্ত্রী, প্রথম রাজি না থাকলেও পরে এই অসুস্থ সন্তানকে
পৃথিবীতে না আনার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের সেই চেষ্টা বিফল হয়। স্বামী এবং স্ত্রী-র মাঝে এরপর নানা টানাপোড়েন, পরে আলাদা হয়ে যাওয়া এবং Sepideh-র নিজের বাচ্চাকে বাঁচিয়ে রাখার সংগ্রামই আসলে এই মুভির প্রধান বিষয়বস্ত। এবং এইখানেই এর নামকরণের সার্থকতা।
নীচে মুভিটার ট্রেইলার, একটা গানের ভিডিও এবং সেই গানের ইংরেজী অর্থ তুলে দেওয়া হল।
ট্রেইলারঃ
গানঃ
M for moon...M for Maryam...M for Mother
I wish i could tell how i love your voice
How i still love your lullabies
How i love your simple ways, your tired looks
How i love your prayer cloths and your soft prayers
I wish i could be a candlestick-
on the windowsill of your heart
Or a raindrop in the rainy plain of your eyes
I wish i could sing you a thousand flowery lullabies
And to place thousands of heavenly flowers on your palm
Lullaby...
Sleep for i want to count my stars in your eyes
Stars with me for i love the world only with you
Whatever the world's like, i like it WITH you
Flower gardens are beautiful WITH you
Mother...Mother...
How i love your voice
How i love your lullaby, your tearful eyes
Mother...
IMDB-র রেটিং ৭.৫
http://www.imdb.com/title/tt1113810/
অনলাইনে দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ইংরেজী সাবটাইটেলস দেখতে চাইলে আপনাকে DivX প্ল্যেয়ার বা সেরকম অন্য কোন প্লেয়ারে চালাতে হবে।
...
এছাড়া আরেকটি মুভি দেখলাম সেদিন। সহব্লগার স্নিগ-এর সৌজন্যে। নাম The Girl with Dragon Tatto। মুভিটা সম্পর্কে বিশদ রিভিউ এবং লিঙ্ক পাওয়া যাবে এইখানেঃ
Click This Link
মুভিটা একি নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত। বইটা আমার পড়া নেই কিন্তু তবু মুভিটা বুঝতে এবং উপভোগ করতে বিন্দুমাত্র সমস্যা হয়নি। তুলনা করলে উপরে উল্লেখিত ইরানিয়ান মুভিটা যদি মানুষের শ্রদ্ধার দিকগুলো তুলে ধরে থাকে তবে এই মুভিটা ঠিক তার বিপরীত। মানুষের নিকৃষ্টতম দিকগুলো উঠে এসেছে মুভিটাতে। কিন্তু বাঁচোয়া এই জন্য যে সেগুলোই মুভিটার প্রধান বিষয়বস্তু নয়। এক জার্নালিস্ট কিভাবে ৪০ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক মেয়ের পরিণতি অনুসন্ধান করতে যেয়ে ধীরে ধীরে রহস্যের আবরণ উন্মোচন করে এবং যার সাহায্য নিয়ে করে, সেই কম্পিউটার হ্যাকার বা Girl with Dragon tatto-কে ঘিরেই এই মুভির কাহিনী আবর্তিত। এবং যে উপায়ে এই রহস্যগুলো একে একে অনাবৃত হয় তা দর্শককে মুভিতে ঠেনে ধরে রাখতে বাধ্য করে। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বইটি এইখানে সাবওয়েতে উঠলেই দেখা যায় মানুষজন একমনে পড়ছে। আমার বিশ্বাস বইটাও দুর্দান্ত হবে।
IMDB এর রেটিং ৭.৭
http://www.imdb.com/title/tt1132620/
ট্রেইলারঃ
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৪