অনুভূতিগুলো হঠাৎ করে কেমন যেন হয়ে গেল। এক মুভি দেখতে যেয়ে এত্তো সব অনুভূতি! নাকে জল, চোখে পানি, ঠোটেঁ হাসি, হৃদয়ে অনাবিল প্রশান্তি আর দুচোখে কিছু একটা উপলব্ধির আনন্দ। নিজেই বিশ্বাস করতে পারছিনা।
জীবনের আনন্দ, মৃত্যুর ভয়াবহতা, ভালোবাসা, বিশ্বাস এবং সবার উপরে মানবের অনুভূতি কি নেই এই মুভিতে। তবে সব কিছু ছাপিয়ে যে উপলব্ধিটা শেষ পর্যন্ত থেকে যায় সে হচ্ছে ঈশ্বরের উপর বিশ্বাস।
১৯৫৫ সালে নির্মিত গোল্ডেন গ্লোভ জেতা ড্যানিশ এই মুভিটি আমার দেখা সেরা মুভিগুলোর একটি হয়ে থাকবে সে নিঃসন্দেহ।
IMDB-র রেটিং ১০ এ ৭.৮
http://www.imdb.com/title/tt0048452/
....
Closely Watched Trains - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় নির্মিত। জার্মান অধিকৃত চেকোস্লাভিয়ার একটি ছোট্ট ট্রেন স্টেশনে এক নবিশ তরুণ ট্রেন Dispatcher কে নিয়েই এই মুভির গল্প আবর্তিত। তরুণ নিজেকে একজন সত্যিকারের পুরুষ প্রমাণে ব্যস্ত। কিন্তু যুদ্ধ এবং নিজের চারপাশের প্রতিকূলতা তাকে তার লক্ষ্যে পৌছানোর পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজের গার্লফ্রেন্ডের কাছে মাথা খুইয়ে এক সময় সে সাহায্যের জন্য তার সহকর্মী অপেক্ষাকৃত পুরোনো অভিজ্ঞ ট্রেন কর্মীর কাছে হাত বাড়ায় যার রেকর্ড বলে যে পৌরুষত্ব প্রমাণে অনেক বেশী সিদ্ধহস্ত। সহকর্মীর সাথে তরুণ একে একে নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় যার কিছু তরুণের আত্মবিশ্বাস ফেরাতেও সমর্থ হয়। পরে সে সহকর্মীর সাথে মিলে জার্মান ট্রেন উড়িয়ে দেয়ার প্ল্যানের সাথে জড়িয়ে যায়। গল্পের বাকীটা দেখবার জন্য রেখে দিয়
কয়েকটা দৃশ্য যেমন - তরুণের অভিজ্ঞ সহকর্মী যখন সহকর্মী আরেকজন তরুণী ট্রেলিগ্রাফিস্টের পেছনদিকে জার্মান ভাষার স্ট্যাম্প মারে এবং পরে জার্মান উর্ধ্বতন কর্তা তার প্রতিক্রিয়ায় জার্মান ভাষার এমন অবমাননার প্রতিক্রিয়া জানায় দৃশ্য গুলো অনেকদিন মনে রাখবার মত। রিভিউ পরে দেখলাম কম বেশী সবাই তাদের রিভিউতে স্ট্যাম্প মারার দৃশ্যটা রেখেছে। দৃশ্যটা দিয়ে পরিচালক দেখিয়ে দিয়েছে ব্যঙ্গ করা কাহাকে বলে।
অস্কার জেতা এই মুভির IMDB-র রেটিং ১০ এ ৭.৯
ট্রেইলারঃ
http://www.imdb.com/title/tt0060802/
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৫৪