নতুন দুইটা মুভি দেখলাম। প্রথমটা মঙ্গোলিয়ান। নাম "Mongolian Ping pong"। এক মঙ্গোলিয়ান ছেলে নদীতে একটা পিংপং বল পায় আর তাই নিয়ে তাদের তিনবন্ধুর যত সব আজগুবি কাজকারবার। একজন বলে এটি পাখির ডিম। অন্যজন দাবী করে তার দাদী বলেছে এটি জাদুর মুক্তা। ভেবে না পেয়ে তারা বলটি মঠে নিয়ে যায় কিন্তু তারাও কোনো সদুত্তর দিতে পারেনা। হঠাৎ একদিন এক টেলিভিশন শো দেখে জানতে পারে বস্তুটি চায়নার জাতীয় বল। তারা ভাবে জাতীয় বল ভুলে তাদের কাছে চলে এসেছে, এতে জাতি নিশ্চয় উদ্বিগ্ন। তারা ঠিক করে জাতীয় বল জাতিকে ফেরত দিবে এবং সেই ভেবে বেইজিং যাবার জন্য অজানা এক পথের উদ্দেশ্যে বেরিয়ে পরে।
http://www.imdb.com/title/tt0461804/
অন্য মুভিটি হচ্ছে "Travellers and Magicians"। অতুলনীয় নৈসঃর্গিক দৃশ্যে ভরপুর অসাধারণ এক ভুটানিজ মুভি। যে জিনিসটা শুরুতেই আমাকে চমকে দিয়েছে তা হচ্ছে ভুটানও এমন অসাধারণ মুভি বানাচ্ছে আর আমরা! পশ্চিমা সংস্কৃতি কিভাবে নতুন প্রজন্মকে আলোড়িত করছে পাশাপাশি নিজস্ব সংস্কৃতি, দেশ এবং দেশের মানুষ, এবং তাদের মাঝে সম্পর্ক ধারুণ ভাবে এই মুভিটে তুলে ধরা হয়েছে। ছবির মূল প্রতিপাদ্য হচ্ছে পশ্চিমা সংস্কৃতির ভালো দিকগুলো নিয়ে মন্দদিক গুলো পরিহার করা সাথে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ভাষাকে নিজেদের মাঝে ফুটিয়ে তোলা।
পরিচালকের একটা কথা খুব মনে ধরেছে। সে নিজেও একজন মঙ্ক ছিল। তার মতেঃ "Be the influence instead of being influenced"
http://www.imdb.com/title/tt0378906/
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:১৪