দৃশ্যাতীত সেইসব অবতল রাস্তা
বা আমাদের ধমনীর অধিক কিছু,
টায়ারের বিগত ক্ষত নিয়ে শোকাহত,
কতোদিন বাজেনি অপ্রাকৃত ঘন্টি!
ঘূর্নন জেগে ওঠা হীরন্ময় স্পোক,
কতোদুর মঠপুকুর দুরতম পাঠ।
প্যাডেলের আলেখ্য পড়ে আছে
অপ্রবাহের মিউজিয়ামে,
কতোদুর মঠপুকুর দুরতম পাঠ.......