শুধু ক্লিক করে একবার দেখুন,কথা দিচ্ছি অবশ্যই ভাল লাগবে। মিসর এয়ারলাইন্সের জিকে-৯৯ ফ্লাইটে আপনাকে মিসরে স্বাগতম।
মিশরের দৃশ্য দেখে নিন মহাশূন্যের বিমান থেকেই।
আমাদের বিমান কায়রো বিমান বন্দর থেকে প্রায় ৫৫ কিমি দূরে। প্রাচীন সভ্যতার নিদর্শন পিরামিডের একটি দুর্লভ ছবি দেখে নেই বিমান থেকেই।
সন্মানিত যাত্রীবৃন্দ আমাদের বিমান এয়ারপোর্টের খুবই সন্নিকটে। এই মুহূর্তে আমাদের বিমান যাচ্ছে ৬৬৯৫ কিমি দীর্ঘ নীলনদের উপর দিয়ে অপূর্ব ছবি দুটি দেখুন।
আরেকটি ছবি।
ভাল লেগেছে নিশ্চয়ই।
ভ্রমন প্রেমী বন্ধুরা আপনাদেরকে কায়রো আন্তর্জাতিক বিমান বন্দরে সু-স্বাগতম।
বিমান বন্দরে কয়েকটি ক্যামেরা বন্দী মুহূর্ত।
আপনি এখন আফ্রিকা মহাদেশের সবচাইতে বড় শহর কায়রোতে।
এয়ারপোর্টের রাতের এই মুহূর্তটাই উপভোগ্য।
এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন? কোন চিন্তা নেই আপনার জন্যই অপেক্ষমান শীততাপ নিয়ন্ত্রিত ট্যাক্সি,
অথবা আছে হোটেল থেকে নির্ধারিত মাইক্রোবাস।
আমরা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম নীলনদ ঘেঁষা একটি হোটেলে। ঠিক কায়রো টাওয়ারের কাছেই।
সন্ধ্যায় নীলনদ যেন স্বর্গীয় পরিবেশে । আমার হোটেল থেকে নেয়া মনোরম ক্যাপশন।
আরেকটি ছবি।
কেমন লাগছে ছবিগুলো?
থাকব প্রায় দুই সপ্তাহ । ঘুরে ঘুরে দেখব সব দর্শনীয় স্পটগুলো। ** দর্শনীয় স্পট সমুহঃ কায়রো শহরে - ১) পিরামিড।
২) নীলনদ। ৩) কায়রো জাতীয় জাদুঘর (এখানেই ফেরাউনের মমি)
৪) সুলতান সালাহ উদ্দিন আইয়ুবির কেল্লা।
৫) বুর্জ কায়রো বা কায়রো টাওয়ার।
৬) সাইয়্যিদুনা ইমাম হুসাইন মসজিদ ( মিশর কেন্দ্রীয় জাতীয় মসজিদ)
৭) প্রাচীন আল আজহার মসজিদ (৯৭০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত)
৮) হযরত আমর ইবনে আস (রাঃ) মসজিদ (মিশরের প্রথম প্রতিষ্ঠিত প্রায় ১৪০০ বছরের প্রাচীন মসজিদ)
৯) ঈমাম শাফেয়ি (রহঃ) এর মাযার ও মসজিদ ।(২০৪ হিঃ)
১০) ইমাম জালাল উদ্দিন সুয়ুতি,আল্লামা বদর উদ্দিন আইনি,ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম লাইছ, ইমাম কামাল ইবনুল হুমাম, দাক্বিক ইবনুল ঈদ, আতাউল্লাহ ইসকান্দারানি, রাবেয়া বসরি,মুহাম্মাদ ইবনে হানাফিয়্যা (রহমাতুল্লাহি আলাইহিম আজমায়িন) সহ অনেক ইসলামী স্কলারদের কবর এই কায়রোতেই ।
** দর্শনীয় স্পট সমুহ আলেকজান্দ্রিয়া সহ অন্যান্য শহরে আছে আরো অনেক। ইন শা আল্লাহ স্বতন্ত্র পোষ্টে দেয়া হবে। আমাদের সাথে থাকুন আর কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু।
Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৩