রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় থেকে দশম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে র্যাব ৮ রাজবাড়ী ক্যাম্প সদস্যরা পতিতালয়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
র্যাব ৮ রাজবাড়ী ক্যাম্প কমান্ডার মারুফ হোসাইন বাংলানিউজকে জানান, ঢাকার মিরপুর শেওড়াপাড়া এলাকার দশম শ্রেণীর ছাত্রী (১৪) গত ১৫ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে র্যাব সদস্যরা দৌলতদিয়া পতিতালয়ে অভিযান চালায়। এসময় স্বপ্নার বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে তাকে দিয়ে জোর করে দেহব্যবসা করানোর অভিযোগে স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বাড়িওয়ালী স্বপ্না ১০ দিন আগে সাথী নামের এক দালাল নারীর কাছ থেকে ছাত্রীকে ৩০ হাজার টাকায় কিনে।
Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১১ বিকাল ৫:২৭