মোবাইলে ভ্যাটসহ বিভিন্ন ফি ১৫ পার্সেন্ট থেকে বাড়িয়ে আগে ১৮ পার্সেন্ট, পর্যায়ক্রমে ১৯ পার্সেন্ট করা হয়েছে। এখন সেটা বাড়িয়ে ২১ পার্সেন্ট করা হয়েছে। অনেককে দেখছি এইটা নিয়ে ভুল হিসাব কষতে। অনেকে বলছেন ১০০ টাকা থেকে একুশ টাকা কেটে ৭৯ টাকা থাকবে খরচ করার জন্যে। একশত টাকার ভ্যাট একুশ টাকা। এটা ঠিক আছে। কিন্তু, ৭৯ টাকার ভ্যাট কোন ভাবে একুশ টাকা নয়। ১৬ টাকা ৫৯ পয়সা হচ্ছে ৭৯ টাকার ভ্যাট। ৭৯ টাকা একুশ পার্সেন্ট ভ্যাটসহ হয় ১৬.৫৯+৭৯=৯৫.৫৯ টাকা। সুতরাং ৭৯ টাকার ভ্যাট বাবদ একুশ টাকাসহ যদি ১০০ টাকা নেয়া হয় অথবা একশত টাকা থেকে ভ্যাট বাবদ একুশ টাকা কেটে নেয়া হয়। তাহলে সেখানে অতিরিক্ত নেয়া হবে ৪.৪১ টাকা। এইটা হচ্ছে ৭৯ টাকার ২১ পার্সেন্ট ভ্যাটের গাণিতিক হিসাব।
এবার আসি একশত টাকায় আসলে কত টাকার কথা বলা যাবে সে হিসাবে। ৮২.৬৫ টাকার কথা বলা যাবে একশত টাকা রিচার্জে। চলুন সে হিসাবটাই করি, ৮২.৬৫+২১%=১০০.০০৬৫। চলুন হিসাবটা একটু ভিন্নভাবে এবং সহজ উপায়ে করি।
প্রথমে ৮২.৬৫ কে ১০০ ভাগ করি। ৮২.৬৫÷১০০=০.৮২৬৫ পেলাম।
.
এইবার ০.৮২৬৫ কে ২১ দিয়ে গুন করি। ০.৮২৬৫×২১=১৭.৩৫৬৫ পেলাম।
১৭.৩৫৬৫ এর সাথে ৮২.৬৫ কে যোগ করি। ফলাফল ১৭.৩৫৬৫+৮২.৬৫=১০০.০০৬৫ পেলাম। এইটা হচ্ছে অত্র অংকের প্রাপ্ত ফলাফল। অতএব, এই অংক দ্বারা প্রমাণিত হয়েছে যেটা, তা হচ্ছে ১০০ টাকা রিচার্জ করলে ভ্যাট বাদ দিয়ে ব্যাবহার করা যাবে ৮২.৬৪ টাকা অথবা ৮২.৬৫ টাকা।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৪৩