আপনার ভারতে এত জমি থাকতে আপনাকে মসজিদ ভাঙতে হবে কেন? নাকি ভারতে জমির অভাব ছিল? আপনি বাবরি মসজিদের পাশে একটা মন্দির করতেন ভিন্ন ভাবে আকর্ষণীয় যার আয়াতন থাকতে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। হিন্দু সম্প্রদায়ের একটা হৃদয় স্পন্দন পেতো।। আপনার কেন মসজিদ ভেঙে মন্দির করতে হবে? পৃথিবীর সব মসজিদ ভেঙে দিলেও মুসলিম জাতি ঘরে নামাজ আদায় করলেও সৃষ্টিকর্তাকে পাবে। মন্দির ভেঙ্গে মসজিদ করতে হবে কেন? অথবা মসজিদ ভেঙে মন্দির করতে হবে কেন? মসজিদ ভেঙে মন্দির করা মানে উগ্র জনমত সৃষ্টি করা। মুসলিম দের বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে নিজের কর্মকাণ্ড লক্ষ্য করুণ।
আরব আমিরাত একটি মুসলিম দেশ। গতকাল আরব আমিরাতে মোদি মন্দির উদ্বোধন করলেন। আমার কাছে একটা জিনিস অবাক লাগছে, যেটা যে দেশ মসজিদ ভেঙে মন্দির করে। যে ভারত অন্য ধর্মের উপাসানা সম্মান দিলো না। সেই দেশের প্রধানমন্ত্রী কেন আরব আমিরাত মন্দির উদ্বোধন করতে দিলে? ভারত তো ধর্ম নিরপক্ষতা বিশ্বাস করে? যদি করতে তাহলে তো মসজিদ ভেঙে মন্দির করা হতো না। বাবরি মসজিদের পাশে তিন গুণ সমৃদ্ধ মন্দির পাশে করা যেতে পারতো। পৃথিবীর সকল স্থানই ভগবান ,আল্লাহ , ঈশ্বর থাকে। তাহলে আপনি কেন মসজিদ ভাঙতে হবে? পাশে একটা মন্দির করলে সেটার ভিতরে ভগবান কে পাওয়া যেতো না?
এখন কথা হচ্ছে মুসলিম দেশ আরব আমিরাতঃ তারা সে দেশে সবই মুসলিম এবং মুসলিম আইনে চলে সেখানে মন্দির হতে পারে। আর ভারতে হিন্দুর দেশ না বললেও তারা হিন্দুর দেশ তাদের কাজ কর্ম থেকে বুঝা যায়। ভারতে একটি বড় আকৃতির মসজিদ উদ্বোধন করার কোন প্রকল্প নেওয়া হয়না কেন? ভারত যদি পারে আরব আমিরাতে মন্দির করতে আরব আমিরাত কেন পারবে না ভারতে বড় একটা মসজিদ উদ্বোধন করে বিশ্বের বুকে তাক লাগাতে? পথিকে পথ সৃষ্টি করে। আমি বাংলাদেশ মানুষ তবে আমি কোন হিন্দুরে মন্দির ভেঙে মসজিদ করতে দেবনা আমার হাতে যদি ক্ষমতা থাকে স্থানীয়।