মেঘলা থম্ থম্ সূর্য-ইন্দু
ডুবল বাদ্লায় দুল্ল সিন্ধু!
হেম-কদম্বে তৃণ-স্তম্বে
ফুট্ল হর্ষের অশ্রু বিন্দু!
মৌন নৃত্যে মগ্ন খঞ্জন,
মেঘ-সমুদ্রে চল্ছে মন্থন!
দগ্ধ-দৃষ্টি বিশ্ব-সৃষ্টির
মুগ্ধ নেত্রে স্নিগ্ধ অঞ্জন!
গ্রীষ্ম নিঃশেষ! জাগছে আশ্বাস।
লাগছে গায় কার গৈরী নিঃশ্বাস!
চিত্ত-নন্দন দৈবী চন্দন
ঝরছে, বিশ্বের ভাস্ছে দিশ্পাশ।
ভাস্ছে বিলখাল ভাস্ছে বিলকুল্!
ঝাপ্সা ঝাপ্টায় হাস্ছে জুঁই ফুল!
ধান্য শীষ্ তার কর্ছে বিস্তার—
তলিয়ে বন্যায় জাগ্ছে জুল্জুল!
সান্দ্র বর্ষণ হর্ষ কল্লোল!
ঝিল্লী-গুঞ্জন মঞ্জু হিল্লোল!
মূর্চ্ছে বীণ্ আর মূর্চ্ছে বীণ্কার—
মূর্চ্ছে বর্ষার ছন্দ-হিল্লোল!
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৮