ব্যাস হয়ে গেল আপনার রুমটি WiFi HotSpot. এখন এর মাধ্যমে WiFi Feature যুক্ত অন্যান্য সকল ডিভাইস, WiFi এর মাধ্যমে ইন্টারনেট এ কানেক্ট করতে পারবেন। এর মাধ্যমে WiFi Feature যুক্ত মোবাইল, ল্যাপটপ, পকেট পিসি, ট্যাবলয়েড পিসি ইত্যাদিতে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
যে পিসিকে WiFi HotSpot বানাবেন তার Operating System অবশ্যই Windows 7 হতে হবে। এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
এটি আমার ব্লগে প্রথম লেখা। তাই ভুলত্রুটি থাকা স্বাভাবিক। আমার লেখা কেমন হয়েছে তা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের দেয়া টিপস এর মাধ্যমে ভবিষ্যতে আমি আরও ভাল লেখা আপনাদের উপহার দিতে পারব।
উৎসঃ এখানে দেখুন
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১১ রাত ১০:৩১