সারাদিনের কাজ শেষে ক্লান্তি নিবারনে কম্পিটার নিয়ে একটু বসলাম আর এরই মধ্যে হন্তদন্ত হয়ে দু’জন ১৫/১৬ বছর বয়েসী ছেলের আগমন। দাবী হলো কাজ করে দিতে হবে। বাজারে বিদ্যুত নাই তাই কম্পিউটারে স্কেন করে হলেও প্রিন্ট করে দিতে হবে মোট ৪ পৃষ্ঠা” অনেক রিকয়েষ্টের পর দিলাম। আর দিতে দিতে আবিস্কার করলাম এটা প্রাইমারী পরীক্ষায় হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষার প্রশ্নপত্র- কম্পোজ করে দিলাম। দেখুনত প্রশ্নটি মিলে কিনা?
হিন্দু ধর্ম
০১. উপাসনা কি? উপাসনা করব কেন?
০২. জন্মান্তর কাকে বলে? উন্নত জন্মের জন্য কী কী করা উচিৎ?
০৩. বেদ কয় প্রকার ও কী কী? সংক্ষিপ্ত বিবরণ দাও।
০৪. প্রহলদ কে হিরনক শিব কিভাবে শাস্তি দিয়েছিল?
০৫. বিভিন্ন ধর্মবলম্বী মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করব কেন?
০৬. হিংসা মানুষকে ছোট করে দেয় কেন? ব্যক্ষা কর।
০৭. রবীন্দ্রনাথের কবিতা লিখ।
০৮. প্রতিযোগিতা পাঠ করা অবশ্য পালনীয়” উক্তিটির ইতিবাচক দিক তুলে ধর।
০৯. স্বাধীনতা যুদ্ধে মানুষ মরেও অমর থাকে” ব্যাক্ষা কর।
১০. অহিংসা ককে বলে? বুঝিয়ে লিখ।
১১. ধর্মদেব অতিথী হয়ে এসেছিলেন কে?
১২. ধর্মের ৩ টি অঙ্গের কথা উল্লেখ কর।
১৩. মুক্তি কি?
১৪. সকাম কর্ম কী?
১৫. দেবী পক্ষ কাকে বলে?
১৬. কত সালে সুন্দরবনে দুর্ভিক্ষ দেখা দেয়?
১৭. দুর্গা ও কালীর বর্ননা কোন গ্রন্থে আছে?
১৮. যত মত-তত পথ” কথাটি কে বলেছেন
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭