৪ জুন : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে পুলিশ বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে এবং এতে দুই তরুণ মারাত্মক ভাবে আহত হয়েছে। এদিকে সাধারণ ধর্মঘট এবং ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের কারণে কাশ্মীর উপত্যকার জীবন যাত্রা আজ ৪র্থ দিনের মতো অচল হয়ে পড়ে । ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ২ মুসলিম তরুণীর ওপর বলাৎকার ও পরে তাদের হত্যার প্রতিবাদে কাশ্মীরে এই ব্যাপক বিক্ষোভ এবং ধর্মঘটের সূচনা হয়েছে। ওই দুই মুসলিম তরুণীকে শোপিয়ান শহরে ধর্ষণ এবং তারপর হত্যা করা হয়। পুলিশ এ সংক্রান্ত এফআইআর গ্রহণ করতে অস্বীকার করলে জনগণ ক্ষিপ্ত হয়ে উঠে। স্বাধীনতাকামী গেরিলা নেতারা বলেছেন, অপরাধের সাথে জড়িত সেনাদের শাস্তি এবং কাশ্মীর থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন আরো জোরদার করা হবে। হুররিয়াত কনফারেন্সের নেতা সৈয়দ আলী শাহ গিলানিকে আটক করে কর্তৃপক্ষ কাশ্মীরের বিক্ষোভ শান্ত করার ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু গ্রেফতারের পর বিক্ষোভ আরো বৃদ্ধি পাওয়ায় গতরাতে জনাব গিলানিকে মুক্তি দেয়া হয়। তিনি এর আগে ঘোষণা করেছেন, কাশ্মীরে শুক্রবার পর্যন্ত সাধারণ ধর্মঘট অব্যাহত থাকবে। আজ কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরসহ অন্যান্য শহরের দোকান-পাট, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারী অফিস বন্ধ ছিলো। এদিকে গণ-রোষের বিস্তৃতি দেখে ভারতপন্থী হিসেবে পরিচিত পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়েছে। এই দলও অপরাধীদের শাস্তি দাবি করছে এবং কাশ্মীর থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে। শনিবার কাশ্মিরের প্রধান নগরী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শোপিয়ান এলাকায় ১৭ ও ২২ বছরের ঐ দুই মুসলিম তরুণীর মৃতদেহ একটি নালার ভেতর থেকে উদ্ধার করা হয়। নিহতদের পরিবারের সদস্যরা বলেছেন, হতভাগ্য তরুণীদের মৃতদেহে কোন কাপড় ছিলো না এবং তাদের শরীরে নির্যাতনের চিহ্ণ রয়েছে। তারা অভিযোগ করেছেন, ভারতীয় সেনারা অপহরণ করে ঐ দুই তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে তাদের নির্মমভাবে হত্যা করেছে। তবে পুলিশ দাবি করছে এ ব্যাপারে তারা তদন্ত করে দেখছে।#
লিংকঃ
Click This Link
# কাশ্মীর ১মুত কূপের নাম !
# কেন এত হত্যা !
# কি তাদের দোষ !
# মেয়েদের উপর কেন এই পাশবিক নির্যাতন ?
# কোথায় আমনেষ্টি ? কোথায় মানবতা ? কোথায় আমরা ?
# আমরা নাকি সভ্য সমাজে বসবাস করি !?
# এর সঠিক ও একমাত্র সমাধান কি ??