অন্ধকারের শিরা-উপশিরায় তখনো বিষন্নতার কাঁপান
জলের বুকে নেই কোন হৃদয়ের ছাপ-
কুয়াশা ঢাকা পথের বুকে
সাঁতার কেটে কেটে তুলে এনেছিলাম একটি জোনাক আলোর ঢালা,
আমি যেনো ফিরে পেলাম
এই পুঞ্জ নয়নে দু'দন্ড আলোর মায়া,,,
এ আলোতে তুমি বড্ড ছায়া
আরেকটু আলো দিবে আমায়,,,?
তোমার মুখশ্রী ছুঁয়ে ছুঁয়ে
আলোশ্রী হয়ে যাব,,,
আরেকটু আলো হলে
তোমার পদ চিহ্নে হেঁটে হেঁটে পৌছে যাব
ছায়া ঢাকা নামহীন ঠিকানায়,,,
আরেকটু আলো চাই, হে আলোর মায়া -
আধাঁরের কুঠরীতে হয় তো আছে
আলোর শেষ রেখা,,,
আমি ঘুমিয়ে গেলাম সেথায়,,,তুমি এসে খুঁজে নিও,,,,।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০১