এ দুঃখ বিলের পানি টুকু
দু'হাতে একটু একটু করে সেচে ফেলে দেই....
তাও কি সম্ভব ???
বড় শখ করে
এ দু'চোখের কাছে মিনতি করে
এ বিলের পানি ভরে ছিলাম একদিন...
আজ কেন এতে তিক্ত স্বাদ ???
এই মনে হওয়া
এই শখ সবই যেন খেয়ালিপনা !!
ঘুমিয়ে পরা শান্ত নগরীতে
আমি যেন অশান্ত ডাহুক পাখি
অজানা বিষাদে ডেকে আনি করুন সুর !!
এতে লাভ কি ???
বাতাসের কাছে এক ইচ্ছে জ্ঞাপন করেছিলাম
আমাকে উড়তে দিও...
আকাশটা আমার মত
বিষাদে নীল হয়
অভিমানে মেঘে মেঘে কালো হয়
দুঃখ ভরা মন নিয়ে
বর্ষা ঝরায়...
আমি না হয় শেষ কালে আকাশ হব
সব ইচ্ছে খেয়ালিপনা আশান্ততা ছেড়ে
আকাশে পাড়ি দিব !!
এক দিন আমি সত্যিকারে লক্ষ্মী হবো ।।

সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৪