পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব থেক দূরে রোজার মাসটা কেমন সাদা কালো লাগে আজকাল, যদিও মাত্র পাঁচ দিন হইল (আয় হায় ৫ দিন গেলগা!!) মাগার আমি অহনও সইজ্য করবার পারতাসি না।
কেমনে করুম? জন্মের থিকা ইফতারীতে কত কিসু খাইয়া আইসি

কত পদ, কত স্বাদ!! এইখানে তো কিসুই পাওন যায় না, এইডা অইল পয়লা, যা পাওন যায় হেইয়া খাইয়া মুই যারপরণাই হতাশ

ইফতারের টেবিলে বইসা মনে লয় চিক্কুর পাইড়া কান্দি

রোজ রোজ কি ইন্সট্যান্ট নুড্ল দিয়া ইফতার করবার মন্চায়?
পেইন আমারে ছাইড়া যাইবো না কুনুহানে,


কাইলকা ঘুমের ভিতরে স্বপন দেখলাম, কত্ত পদের ইফতারী। পরাণডা জুড়াইয়া গেসিল, মাগার আ্যলার্ম বাইজা উঠতেই বুইঝা গেলাম আইজও ইফতারীত অই 'কত্তু মী', মাইনে নুড্লই খাওন লাগবো।
সারাদিন বইয়া বইয়া হরেক পদের ইফতারী বানাইসি আইজকা, মনে মনে



ইফতারী শুরু করুম মিনারেল ওয়াটার দিয়া, বিশুদ্ধ পানিই সুস্বাস্থ্যের চালিকা...


কয়ডা খেজুর খাইয়া সুন্নাত টা পুরা করি



লগে ফ্রুটস , মাইনে ফলফলারি আর জুস হেহে


বাজারে যান, গিয়া মনের সুখে ফলমূল কিনেন

জুস বানাইয়াও খাইতারেন


এইগুলান গেলেই আইব আমাগো ভাজিভুজি, আহা ওহো কি দারূন




আমার বড়ই প্রিয় এইগুলান


মাকরূহ্,


ছোলা!! ছোলা!! ছোলা!!!
আমি আবার মুড়ি দুই চক্ষে দেখতারিনা



জিলাপী চলবো না?



এক্সট্রা দুই একটা আইটেম না থাকলে কি চলে?
পাকোড়া কেমন লাগে? আর ভেজ্জি রোল?




একটু সিংগারা আড় দইবড়া হইলে কেমুন অয়?



জামাত ছুইটা যাইব তো, এইটুক কুনুমতে খাইয়া নামাযটা পইড়া আসি, আল্লায় এত খাওয়াইল শুকরিয়া আদায়!!!
মাগার পেট অহনও খালি আসে, নেক্সট আইটেমগুলানের লাইগা নেক্সট পুস্টে দেহা অইবনে

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২২