শোকের মাঝেও একটুখানি স্বস্তির খবর।
সাভার ট্রাজেডিতে আমাদের একমাত্র দেশী ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন কর্তৃপক্ষ উদ্ধার কাজে নেমেছেন তাদের পূর্ণ শক্তি নিয়ে। আমরা অনেকেই জানতাম না ওয়ালটনের রয়েছে নিজস্ব উদ্ধারকারী দক্ষলোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। তারা তাদের পুর্ণ শক্তি দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে এবং খাবার ও পানি দিয়ে সাহায্য করে যাচ্ছে এবং ওয়ালটন কর্তৃপক্ষ
বলেছে এটা চালু থাকবে উদ্ধার কাজ শেষ হওয়া পর্যন্ত। ওয়ালটন কর্তৃপক্ষকে অসংখ্যধন্যবাদ জ্ঞাপন করছি ।
তথ্যটি Military Power Of Bangladesh পেজ থেকে সংগৃহীত
যারা আমাদের আবেগ এবং সংস্কৃতিকে পূজি করে বছরে হাজার হাজার কোটি টাকা পাচার করছে আজ কোথায় সেই ফরিয়া মোবাইল অপারেটর গুলো???
আমি ফেসবুক থেকে ব্লগে খবরটি নিয়ে এসেছিলাম সবাইকে একটি বার্তা দেবার জন্য।
সেটি হলো- দিন শেষে দেখা যায় বাঙ্গালীই কেবল বাঙ্গালীর জন্য কাদছেঁ এবং লড়ছে আর বাকিরা পাততারি গোছাতেই ব্যস্ত।
দুটি ছবিঃ
১.
কিছু বলার নাই, সবাই জানেন কাদের ছবি।
২.
সৌজন্যে ব্লগার পথহারা সৈকত
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪