বাংলাদেশ যদি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় (ইনশাল্লা হবেই), তাহলে আমরা বাঁধনহারা, আত্মহারা হব কিন্তু -
* আমরা কাউকে রং দেব না, অপরিচিত জনকে... তো নয়ই।
* গাড়ি ভাঙচুর করব না।
* আর কোনো নারীকে একটুখানিও অপমান করব না পথে, প্রান্তরে, প্রাঙ্গণে।
আমরা জাতি হিসেবে যদি জয়ী হওয়ার যোগ্যতা না অর্জন করি, তাহলে জয় আমাদের কাছে কেন আসবে?আজ যদি বাংলাদেশ হেরেও যায়, মাথা উঁচু করেই আমরা মাঠ ছাড়ব। আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত ও বিশ্বকাপ রানার্সআপ শ্রীলঙ্কাকে হারিয়েছি। কারও দয়ায় নয়, আমরা খেলে ফাইনালে উঠেছি।
আল্লাহ না করুন, বাংলাদেশ দল যদি খুব খারাপ করে, তাহলেও আমরা উচ্ছৃঙ্খল আচরণ করব না। বোতল বা ঢিল ছুড়ে মারব না। দুয়ো ধ্বনি দেব না। মনে রাখতে হবে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫৮ করায় আমাদের মাথা হেঁট হয়নি, মাথা হেঁট হয়েছিল যখন ওয়েস্ট ইন্ডিজের বাসে একটা ঢিল পড়েছিল। গেইল সেটা টুইটারে পৃথিবীময় জানিয়ে দিয়েছিলেন।
খেলার মাঠে কে চ্যাম্পিয়ন হবে, এটা আমাদের হাতে নয়।
কিন্তু মাঠের বাইরে কে চ্যাম্পিয়ন হবে, এটা আমাদের হাতে।
আমরা ১০০ ওভারের খেলায় চ্যাম্পিয়নও হতে পারি, রানার্সআপও হতে পারি, কিন্তু স্বাগতিক হিসেবে, সুশৃঙ্খল জাতি হিসেবে আমরা যেন চ্যাম্পিয়ন হই।
গত বিশ্বকাপে কিন্তু এই কথাটাই বারবার ফিরে এসেছে। এই দেশের দর্শকেরা চ্যাম্পিয়ন—বিদেশি গণমাধ্যমে লেখা হয়েছিল।
আমরা, দর্শকেরা, সারা দেশের নাগরিকেরা যেন পরিমিতিবোধ বজায় রাখি।
আমরা ক্রিকেটকে ভালোবাসি।
আমরা বাংলাদেশকে ভালোবাসি।
আমরা আমাদের ক্রিকেটারদের ভালোবাসি।
জাতি হিসেবে আমাদের মাথা যেন উঁচু থাকে।
সৌজন্যে: ইনি