আজকে আরও কিছু Illusion দেখা যাক।
এটা খুব কমন একটা Illusion। মোটামুটি সবাই দেখেছি।

এবার কাল ডটের দিকে তাকিয়ে থাকুন। তারপর দেখুন মজা।

এখানে ১১জন মানুষের মুখের ছবি আছে। দেখুন তো কয়টা খুঁজে পান??

শেয়াল কি এখানে একটাই???

সাতটি ঘোড়া খুঁজে পাচ্ছেন তো!!!
এবার আর খোঁজাখুঁজি করতে হবে না। তাকিয়ে থাকুন বইয়ের দিকে। বুঝে যাবেন কি হচ্ছে।

কিভাবে সম্ভব??

লাইনগুলো কি বাঁকা হয়ে গেল নাকি দাদা??

বলতে হবে এখানে কতগুলো প্রাণী আছে?

ও দাদা, বলুন দেকি, কেমন লাগজে???

মাথা ঠিক আছে তো!!
ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন
প্রথম পর্ব এখানে।।
দ্বিতীয় পর্ব এখানে।।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৪