অনেকেই আছে যারা গণিত ভালবাসেন। আমিও বাসি তবে মাথা অত ভাল নয়। তবে সবসময় চেষ্টা থাকে গণিতের সমস্যাগুলো সমাধান করার। আজ আপনাদের জন্য গণিতের উপর কিছু মজাদার ভিডিও টিউটোরিয়াল থাকছে।
আর এই কাজ টি করেছেন চমক ভাই। তাঁর অসাধারণ বাচনভঙ্গি, মেধা অবাক করার মত। তিনি অনেক সুন্দর গান করে। তবে সবগুলোই স্বরচিত।।
যাই হোক, চমক ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে লিখার (ব্যর্থ!!!!) চেষ্টা করছি।
তিনি তাঁর প্রথম ভিডিও তে গণিতবিদদের নিয়ে প্রাথমিক আলোচনা।
দ্বিতীয় টিতে গণিতের নানা ঘটনা সাথে মূলদ অমূলদ নিয়ে আলোচনা, তৃতীয় তে শুন্য নিয়ে আলোচনা এবং চতুর্থটিতে সংখ্যা রেখা ও কিছু মজার গাণিতিক সমস্যা নিয়ে কথা বলেছেন।
তাঁর টিউটোরিয়ালগুলো অনেক মজার। আশা করি ভাল লাগবে আপনাদের।।
প্রথম পর্ব
এখানে।।
দ্বিতীয় পর্বএখানে।।
তৃতীয় পর্ব এখানে।।
চতুর্থ পর্বএখানে।।