
চিনতে অসুবিধা হওয়ার কথা না, আমাগো আনসার বাহিনী। জনগণের সকল আশা-আকাঙ্খারে নিষিদ্ধ কইরা রাখছে

ফটকু-২

বাংলাদেশের টুকলিফাই ইঞ্জিনিয়ারদের কল্যাণে গাড়ির ডামি স্পিডোমিটার প্রায়ই দেখা যায়। তাই বলে সেইটা উল্টা কইরা লাগাইতে অইবো

ফটকু-৩

কত নামে কত ধরনের বাস সার্ভিসের আরাম এবং ব্যারাম পয়সা দিয়া ভোগ করছি, তার হিসাব নাই। কিন্তু এইরাম আজব নাম আর দেখি নাই। তবে আশাবাদী হওনেরও উপায় নাই। সিট ক্যাপাসিটি সার্ভিসেও পাবলিক কিন্তু দাঁড়াইয়া-ই যায়!!

ফটকু-৪

খেলাধূলার প্রতি আমার আগ্রহ কোন কালেই ছিল না, এখনো নাই। তয় এই পোস্টারটা কিন্তু আমারে ঠিকই আকৃষ্ট করছে। ৫ম তম! উম্মুক্ত!! টুর্ণামেন্ট!!! কোনটা থুইয়া কোনটা কই!!!!

ফটকু-৫

অজ্ঞাত এক মহান টিউশনি মাস্টারের বিজ্ঞাপনী পোস্টার। প্লে থেকে দ্বাদশ- কোন ক্লাসের পোলাপানকে হাতছাড়া করতে চান না তিনি। প্লে তে যে কবে বিজ্ঞান বিভাগ চালু হইছে এই জ্ঞান না রাখায় পোস্টারটা দেইখা যারপরনাই শরম পাইছি।

ফটকু-৬

এইটার ব্যাপারে মন্তব্য করার কোন দরকার দেখছি না। আপনেরা বুইজ্জা লন।
অনেক দিন ধইরা ব্লগে পোস্ট দেই না। আসলে কি দিমু সেইটা খুইজ্জা বাইর করতে করতে অন্যরা দিয়া দেয়। আমি নিরাপদ দূরত্বে খাড়ায়া খাড়ায়া দেখি আমার অন্তর থেইক্কা কেমনে পোস্টগুলা ছিনতাই হইয়া যায়। মনের দুঃখে কান্দি। কাউরে কওনও যায় না। যেই পোস্ট কোন জায়গায় প্রকাশ করি নাই সেইটা ছিনতাই হইলে কেমনে কই এইটা আমার পোস্ট!
পোস্টা দিতে গিয়া বুঝলাম ফটকু পোস্ট দেওয়া ব্যাফক ঝামেলার কাম।