পাখি যেভাবে ডানা ঝাপটে দ্রুত উড়ে চলে ঠিক তেমনভাবেই পাখা ঝাপটিয়ে ছোটো আকারের বিমান আকাশে উড়বে। সম্প্রতি জার্মান প্রকৌশলীরা পাখির অনুকরণে মাইক্রো এয়ার ভেহিক্যল (এমএভি) নামের ক্ষুদে একটি বিমান তৈরি করেছেন। গবেষকদের দাবি, নতুন এই ক্ষুদে বিমানটি পাখির মতো ডানা ঝাপটিয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, জার্মানির বায়োমিমেটিক্স-ইনোভেশন-সেন্টার-এর প্রকৌশলীরা পাখির মতো দেখতে এই বিমানটির নকশা করেছেন। বিমানটি দুটি ডানার সাহায্যে ধীরে ধীরে বা দ্রুত গতিতে যেমন উড়তে পারবে; তেমনি পাখা মেলে স্থির হয়েও থাকতে পারবে। ক্যামেরা ব্যবহার করে কোনো বস্তুর ছবিও তুলতেও বিমানটি ব্যবহার করা যাবে।
গবেষকরা জানিয়েছেন, এর শক্তি খরচ হবে কম অথচ দক্ষতা হবে বেশি।
জানা গেছে, ২ জুলাই গ্লাসগোতে অনুষ্ঠিত সোসাইটি অফ এক্সপেরিমেন্টাল বায়োলজি-এর বাৎসরিক সভায় এই বিমান উদ্ভাবনের তথ্য জানানো হয়েছে।