ব্লগের সচেতন বিশেষ করে আওয়ামী ভাবাপন্নদের অনুরোধ করছি "দৈনিক মগবাজার" নামে নাস্তিকদের পরিচালিত একটি ওয়েবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত কুরুচিপুর্ন একটা লেখা দিয়েছে। যার কিছু অংশ নিচে দিচ্ছি...
"শেখ হাসিনার দুই প্রতিনিধিকে মনমোহন সিং বলেন, “টিপাইমুখে এমনভাবে দিবো, হাসিনা টেরই পাবে না। উনাকে দুশ্চিন্তা করতে বারণ করবেন।” ড. মনমোহন সিং আরো বলেন, “ধর্ষনকে ধর্ষন ভাবলেই ব্যাথা, উপভোগ করলে কিন্তু আনন্দ পাওয়া যায়। হাসিনার উচিত পুরো বিষয়টিতে আমাকে সাহায্য করা।”"
অন্যদিকে শেষদিকে এসে তারা লিখেছে,
"পরে দুই উপদেষ্টা ভারত থেকে ডাবর আমলা লুব্রিকেন্ট জেল কিনে দেশে ফিরে আসেন। দেশে ফিরে দু’উপদেষ্টা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে হাসিনাকে বলেন, “দাদা আমাদেরকে বইলা দিছেন। আপনাকেও দিবেন। উনি বলেছেন টিপাইমুখে আপনাকে ব্যাথা দিবেন না। আপনার কোন ক্ষতি হয়, এমন কাজ করবেন না।”"
বাংলাদেশ পুলিশ এই সরকারের আমলে একটি "Cyber crime UNIT" চালু করেছে, যার সহায়তায় আছে র্যাব। কিছুদিন আগে হাইকোর্ট এর দুই হ্যাকারকে এরা আটক করতে সক্সম হয়েছিল। নিম্নে দেয়া ইমেইল এবং ফ্যাক্সযোগে "Cyber crime UNIT" বিষয়ে এটা উল্লেখ করে এই পেইজের বিরুদ্ধে রিপোর্ট করুন সবাই। আমরা সাইবার ক্রাইম চাইনা, চাইনা অশ্লীলতা। আমরা চাই যুক্তি দিয়ে এট্যাক, অশ্লীল ইঙ্গিত দিয়ে নয়।
সরাসরি র্যাবকে জানাতে- rab1bd@yahoo.com
ই-মেইল: bangladesh@police.gov.bd. ফ্যাক্স: +৮৮০-২-৯৫৫৮৮১৮ ...