সিনেমা পিপলস এর কথা আপনারা অনেকেই জানেন। আমি নিজেও পোস্ট দিয়েছি, সিনেমা পিপলস নামে একটি আইডিও আছে সামুতে, এবং ব্লগার শাজাহান শামীম ভাই ও পোস্ট দিয়েছেন। আমার মনে হলো সিনেমা পিপলস এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারনা থাকা উচিত।
পথচলা শুরুঃ ১ জুলাই ২০১১
স্লোগানঃ স্বপ্ন বুনি ফ্রেমে ফ্রেমে
লক্ষ্যঃ বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের মাঝে সেতুবন্ধন তৈরী করা যেনো নির্মাতারা সবাই সবাইকে সাহায্য করে দেশের সিনেমা শিল্পের উন্নতি সাধন করতে পারে।
উদ্দেশ্যঃ তরুন সিনেমা নির্মাতাদের সিনেমা নির্মান সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক সম্যক জ্ঞান প্রদান করা এবং একজনের কাজে আরেকজনকে সাহায্য করতে অনুপ্রানীত করা। এছাড়াও সিনেমা পিপলস তরুন নির্মাতাদের ক্ষুদ্র চলচ্চিত্র পরিবেশনার দায়িত্ব নিয়ে থাকে।
দর্শনঃ “দশের লাঠি একের বোঝা”
ভিত্তিঃ সিনেমা পিপলস ৫টি মুল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। সেগুলো হচ্ছেঃ
পিপলঃ সিনেমা নির্মাতারা
সিনেমাঃ সিপি’র নির্মাতারা সিনেমা খায়, সিনেমা পান করে এবং সিনেমা নিয়ে ঘুমোয়
সাহায্যঃ সিপি’র মুল লক্ষ্যগুলোর একটি হলো সিপি’র মেম্বাররা একজন আরেকজনকে সাহায্য করবে
উন্নতিঃ যে করেই হোক বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নতি ঘটাতে হবে। এর জন্য প্রথমে ব্যক্তিগত উন্নতি সাধন করতে হবে
টিমওয়ার্কঃ মেম্বাররা নিজেদের মাঝে টিম গঠন করে তাদের প্রোজেক্ট শেষ করবে
সিনেমা পিপলস আপনাদের ভালোবাসায় তরতর করে এগুচ্ছে। এর ব্যানারে এ পর্যন্ত ১০টির অধিক শর্ট ফিল্মের কাজ হয়েছে/হচ্ছে। আশা করি ডিসেম্বরে বেশ অনেকগুলো শর্ট ফিল্ম দেখতে পাবেন আপনারা।
*দুঃখিত, সময়ের অভাবে শেষ পোস্টের কমেন্টের জবাব এখন দিতে পারছিনা। আজ রাতেই দিবো ইনশাল্লাহ।