যদি তুমি পৃথিবীকে পরিবর্তন করতে না পারো, তাহলে নিজেকে পরিবর্তন করো।
কথাটা আমার নয়। The The ব্যান্ড তাদের Lonely Planet গানে এই কথা বলে গেছে। লিরিকটা এমনঃ
We're running out of love
Running out of hate
Running out of space for the human race
Planet Earth is slowing down
You make me cry when you look into my eyes
And see me for who I really am
If you can't change your world, change yourself
আপনি হয়তো আপনার প্রতিদিনকার জীবন যাপনে বিরক্ত। আপনি হয়তো বিরক্ত প্রতিদিনের এই একঘেয়েমি জীবন টানতে টানতে। হয়তো আপনি বিরক্ত পুলিশের পেটানোর বাতিকে, রাজনীতিবিদদের ক্রমাগত মিথ্যাচারে, রাস্তার দূর্বিষহ ট্র্যাফিক জ্যামে, প্রচন্ড গরমে লোডশেডিং এ... আপনি হয়তো এসবের কিছু পরিবর্তন করতে পারছেন না ভেবে আফসোস করছেন। এক্ষেত্রে আপনি নিজেকেই পরিবর্তন করে ফেলুন। বাঁচার উপযোগী করে ফেলুন।
হ্যাঁ, বাঁচার উপযোগী করে নিজেকে না তুললে আপনি এতোদিন বাঁচবেন না - এটাই বলবেন তো? তাহলে আসুন আরেকটি ডায়ালগ বলি। এটা Head On সিনেমার।
যদি তুমি তোমার জীবনকে শেষ করতে চাও, শেষ করে দাও। কিন্তু এর জন্য তোমাকে আত্মহত্যা করতে হবেনা।
কথাটা খেয়াল করুন। আপনার এই দুর্বিষহ জীবন শেষ করতে চাইলে শেষ করুন। যেখানে জীবন দূর্বিষহ মনে হচ্ছে সেখানে শেষ করে দিন, অন্য কোথাও আবার জীবন শুরু করুন। আত্মহত্যা কোন সমাধান নয়; আর কাউপুরুষের মতো পালিয়ে গেলে কেউ মনে রাখবেনা - তা সে আপনি প্রেমিকা/প্রেমিকা হারানোর জন্যই পালিয়ে যান অথবা অন্য কিছু না পেয়ে। এমন কিছু করুন যেনো যেদিন আপনি সত্যিকার ভাবে মারা যাবেন সেদিন অনেকেই চোখের জল ফেলে।
আপনার জীবনকে অর্থহীন ভাবছেন? ভাবছেন আপনাকে দিয়ে কিছুই হবেনা? পথশিশুদের শিক্ষা নিয়ে কিছু করছেন না কেনো? গরীবদের জন্য কিছু করতে পারেন। আফ্রিকা চলে গিয়ে দূর্ভিক্ষে জরাজীর্ন বাচ্চাদের সাহায্যের কথা বলবোনা, আগে নিজের দেশকে বাঁচান। তাই দেশের যত ক্ষুদ্র ক্ষুদ্র চালনীর মতো ফুটো আছে যেগুলো দিয়ে ক্রমাগত উন্নয়ন বের হয়ে যাচ্ছে, সেগুলো বন্ধ করার দায়িতে নেই আসুন। যে কোন উপায়ে তা হতে পারে। আর এর জন্য যদি আপনার জীবনের হুমকী আসে, তাহলেতো হয়েই গেলো

প্রথম শর্ট ফিল্মের প্রতি ফিল্মমেকারদের হয়তো আলাদা একটা টান থাকে। লুপহোল (Vimeo Link ) বানানোর আগে আমার সকল জ্ঞান ছিলো তাত্ত্বিক। বই পড়ে আর টিওটোরিয়াল দেখে যা শিখেছিলাম, স্টেজে উঠে দেখলাম তার অনেক কিছুই সঠিক পথে চলে না। অনেক কিছু শেখার ভেতর কোন জিনিসটা বেশী মাথায় গেঁথেছে জানেন?
ছেড়ে দিয়েছো, তো হেরে গিয়েছো
মাহদী হাসান [শামীম]
সিনেমা পিপলস
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১