বাইরে চমৎকার ঝড়ো বাতাস বইছে। চমৎকার বলেতো অত্যন্ত চমৎকার। এই বাতাসকে বলে 'আউলা বাতাস' - শীতের শুরুর দিকে অথবা গ্রীষ্মের শেষের দিকে এ ধরনের বাতাস উঠে।
হয়তো দেখা যাবে আপনি চায়ের দোকানে বসে চা পান করছেন, এমন সময় আগাম কোন নোটিশ ছাড়াই এমন ঝড়ো বাতাস উঠলো। সবাই দোকানের ভেতর ঢুকে যাচ্ছে মাথা বাঁচাতে, রাস্তায় যারা হাঁটছিলো তারা ছোটাছোটি করছে আশ্রয়ের খোঁজে। ঠিক সেই সময়, হ্যাঁ ঠিক সেই সময় আপনি স্থবির হয়ে গেলেন। আপনার চায়ের কাপে বালি জমতে লাগলো আর কানে বাজতে লাগলো -
"বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে, আমার তনু জরজর
মনে লয় ছাড়িয়ারে যাইতাম, থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে... "
অথবা মনে করুন আপনি ধানমন্ডিতে; রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে আছে। আপনার সামনে ধানমন্ডি লেক টলটল করছে। একটা কি দুটো বোটে কপোত-কপোতীরা বোট চালানোয় পারদর্শীতা দেখাচ্ছে। আপনার ডান ও বাম পাশে কলেজ-ভার্সিটি পালানো ছেলে মেয়েরা কুটকুট করে গল্প করছে। আর আপনি অপেক্ষা করছেন আপনার এক বন্ধুর জন্য যার কাছ থেকে কিছু টাকা পান আপনি। হয়তো সেই টাকায় ছোটবোনের স্কুলের ফী দিতে পারবেন আপনি - যেটা মিস হলে স্কুল থেকে বোনের নাম কাটা যাবে। আপনার বন্ধু দেরী করছে; আপনি অপেক্ষা করছেন, লেকের দিকে তাকিয়ে। হঠাত 'আউলা বাতাস' উঠলো। সবাই ছুটতে লাগলো নিরাপদ আশ্রয়ে। লেকের বোটগুলো কিনারায় চলে গেলো, কপোত-কপোতীরা হাত ধরাধরি করে নিরাপদ আশ্রয়ে। এমন সময়, হ্যাঁ ঠিক এমন সময় আপনি স্থবির হয়ে গেলেন। আপনার চোখে ভেসে উঠলো আপনার বাবা কাশছেন ক্রমাগত; যে বাবা আপনার ছোটোবেলায় অসুখের সময় রাত জেগে না খেয়ে ছিলো সেই বাবার জন্য এক সপ্তাহ যাবত অসুধ কিনে দিতে পারছেন না আপনি। আপনার চোখে ভেসে উঠলো আপনার বৃদ্ধা মা এ কথা যিনি এখনো দূর্বল শরীরে ১০ বছরের পুরোন শাড়িটা পেঁচিয়ে রান্নাঘরে হেঁসেল টানছেন; কোন অভিযোগ নেই তার। এভাবে একে একে ভেসে উঠলো আপনার ছেঁড়া শার্ট, ছেঁড়া সম্পর্ক, ছেড়া চাকুরী; আর কানে বাজতে লাগলো -
"অরন্য জঙ্গলার মাঝে আবার একখান ঘর
ভাইও নাই বান্ধবও নাই মোর কে লইবো খবর
বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে, আমার তনু জরজর
মনে লয় ছাড়িয়ারে যাইতাম, থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে..."
হয়তো আপনি সে সময় চায়ের দোকানে বা ধানমন্ডি লেকে নেই। আপনি হয়তো নিউমার্কেট থেকে বাসা ফিরছেন। প্রচন্ড জ্যামে আপনি রিকশায় বসে আছেন। কপাল কুঁচকে আছে আপনার, নিজের জীবনকে ধীক্কার দিচ্ছেন কেনো বাংলাদেশ নামক আজীব দেশটায় আপনার জন্ম হলো এই ভেবে। হঠাত বলা নেই-কওয়া নেই, ফোন নেই-টেক্সট নেই, আকাশ ঘোলা করে 'আউলা বাতাস' উঠলো। রিকশা সব থেমে গেলো, লোকজন সব শপিং মলে ঢুকতে লাগলো। আপনি রিকশা থেকে নেমে দৌড়ে একটা গাছের নীচে দাঁড়ালেন। সাথে সাথে আপনার পাশে এসে দাড়ালো 'সেইজন'...এমন সময়, হ্যাঁ ঠিক এমন সময় আপনি স্থবির হয়ে গেলেন। আপনার চুলে বালি জমতে লাগলো আর কানে বাজতে লাগলো -
"বটবৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে,
তাল ভাঙ্গিয়া রৌদ্র উঠে আমার কর্মদোষে
তোর লাইগা রে, আমার তনু জরজর
মনে লয় ছাড়িয়ারে যাইতাম, থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে..."
এমনি হয়... ঝড়গুলো প্রকৃতির নিয়মে আসে আর যায়। আর এইসকল ঝড়ের মাঝে পড়ে আপনার হাসফাঁস করি। আমাদের খুব ইচ্ছে হয়ে ঝড়ের একেবারে মাঝে গিয়ে দাঁড়িয়ে প্রানভরে শ্বাস নেই। কিন্তু আমরা পারিনা। আমাদের পারতে দেয়া হয়না। যারাই নিয়ম অমান্য করে ঝড়ের মাঝে গিয়ে প্রানভরে শ্বাস নিয়েছে, তারাই হারিয়ে গিয়েছে। আমরা মানুষ - আমাদের হারাতে বড় ভয়।
এমপিথ্রি লিঙ্কঃ http://www.mediafire.com/?vbux36hh3bluxuz