তিন বন্ধু রেস্টুরেন্টে খেতে গেল। তিনজন মিলে মোট ৭৫ টাকার খাবার খেল। এইবার বিল দেবার পালা। ঠিক হলো সবাই সমান টাকা শেয়ার করবে। তো প্রত্যেকের পকেট থেকে খরচ হল ২৫ টাকা করে। এই পর্যন্ত কোন সমস্যা নাই। কিন্তু গোলযোগটা বাঁধল যখন ওরা বিল পরিশোধ করে ফিরে আসলো।
রেস্টুরেন্টের মালিক হিসাব করে দেখল ওদের বিল হয়েছে আসলে মোট ৭০ টাকা।
মালিক লোক হিসাবে ভালো ছিলো। তাই সে একটা ওয়েটারকে ৫ টাকা দিয়ে বললো "যা ভাইগোরে ৫ টেঁকা দিয়া আয়"
এই পর্যন্তও প্রব্লেম ছিলোনা।
ওয়েটার আবার একটু পাকনা।
ও টাকা নিয়ে তিনজনকে দেবার আগে চিন্তা করলো তিন জনকে ৫ টাকা দিলে তো উনারা টাকা সমান ভাবে ভাগ করতে পারবে না।
তাই সে ২ টাকা নিজের কাছে রেখে দিলো আর অদেরকে তিন টাকা দিলো।
মানে দাঁড়ালো তিন জনে মোট তিন টাকা ফেরত পেল।
মানে প্রত্যেকেই এক টাকা করে ফেরত পেল।
মানে সবার ২৫ - ১ = ২৪ টাকা করে খরচ হল।
সমস্যাটা এখানেই
১ টাকার হিসাব মিলছে না।
দেখুন তো আপনারা পারেন কি না।
সবারই ২৪ টাকা খরচ হলে তিন জনে মোট খরচ ২৪*৩ = ৭২ টাকা।
আর ওয়েটার নিলো ২ টাকা তাহলে মোট ৭২ + ২ = ৭৪ টাকা।
৭৫ - ৭৪ = ১ টাকা কোথায় গেলো???