আপনারা যারা নিজেদের পি.স. কে ফাস্ট করার জন্য বিভিন্ন সফটওয়ার ব্যাবহার করেন তাদের কাছে ADVANCED SYSTEM CARE একটি অতি পরিচিত সফটওয়্যার। আমি নিজেও আমার পি.সি. তে এই সফটওয়্যার ব্যাবহার করছি প্রায় এক মাস ধরে এবং বেশ ভাল ফল পাচ্ছি। আমি এতদিন ধরে ফ্রি ভার্সন টাই ব্যাবহার করতাম। কিন্তু আজ হতাত করে ADVANCED SYSTEM CARE এর লাইসেন্সড ভার্শন এর রেজিস্ট্রেশান কোড আর name পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে নিজের ফ্রি ভার্শন টাকে PRO বানিয়ে ফেললাম। আশ্চর্য রকম ভাবে গতি প্রায় কয়েক গুন হয়এ গেলো। তাই আপনাদের সাথে শেয়ার না করে পেট এর ভাত হজম হচ্ছে না। এবার আসি কাজের কথায়।
প্রথমে আপনার ADVANCED SYSTEM CARE সফটওয়্যার টি চালু করে বাম দিকে নিচে UPGRADE অপশন এ CLICK করুন এবার যে DIALOGUE BOX টি আসবে তাতে ENTER REGISTRATION CODE এ চলীচক করুন।
এবার আপনার কাছে NAME এবং REGISTRATION KEY চাওয়া হবে।
ভার্শন ৩ :
NAME: Aubrey De Grey
REGISTRATION KEY:1AC7-1AC7-1AC7-1AC7
ভার্শন ৪ঃ
REGISTRATION KEY: EABC-EABC-F0FF-E950
ব্যাস!
আপনার কাজ হয়ে গেলো। এখন কয়েকটা DIALOGUE BOX আসবে যেগুলো তে RECOMMENED WAY তে NEXT বাটন এ CLICK করে বের হয়ে আসুন।
এবার আপনার ADVANCED SYSTEM CARE SOFTWARE টি ওপেন করে দেখুন আগের তুলনায় কত ফাস্ট হয়েছে।
সফটওয়্যার টি ডাউনলোড করতে
এখানে ক্লিকান
ডিস্ক ডিফ্র্যাগমেন্ট এর একটি ভাল সফটওয়্যার এর ডাউনলোড লিঙ্ক ফাও হিসেবে দিচ্ছি। এই সফটওয়্যার ব্যাবহার করে তুলনামুলক দ্রুত আপনার পি.। সি. ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন।
ডাউনলোড করতে
এখানে কিল্কান
বি.দ্র। ঃ ভার্শন ৩ এর লাইসেন্স কী এন্টার করার সময় আপনার পিসি এর ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন। ভার্শন ৪ এর লাইসেন্স কী এন্টার করার সময় আপনার ইন্টারনেট কানেকশন চালু রাখুন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১১ দুপুর ১:৫৬