আকাশ, পাতাল চষে
যুগান্তরের শব্দ খুঁজে-
প্রেম, ফুল, কবিতার শব্দের
কাঙ্গাল কবি।
পুঁজিবাদ-বিশ্বায়ন সহযোগী--
টেররিজম ছোঁতা-
শাব্দিক এটম
খুঁজে কবি।
হাঁটে বিধ্বস্ত ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান
চষে বেড়ায় পেন্টাগন, দশ নম্বর
ডাইনং স্ট্রীট--
কারজাই, শ্যারণরা মুখর।
অতঃপর সফেদ কাগজে বা কাফনে
আশ্রয় খুঁজে
শব্দের কাঙ্গাল কবি।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৮