সব্বাইকে দেখছি মেডিকেলের এডমিশন নিয়ে চিন্তিত।
মি ট্টু!

তাই এডমিশন নিয়ে আমার ব্যক্তিগত মতামত দিই:
২৭% নেয়া হোক এস.এস.সি+এইচ.এস.সি বোথ গোল্ডেন থেকে লটারিতে।
১৫% নেয়া হোক জিপিএ-যোগফল ১০ (নট বোথ গোল্ডেন) থেকে লটারিতে।
৮% নেয়া হোক জিপিএ-যোগফল ৯ থেকে লটারিতে।
১০% মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় (জিপিএ-যোগফল ৮.৫) হতে লটারিতে।
২৫% জেলা কোটায় (জেলা জনসংখ্যার অনুপাতে) লটারিতে।
১০% মন্ত্রী/এমপি'র সুপারিশে [জিপিএ যোগফল ৯ হতে হবে] লটারিতে।
৫% মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সুপারিশে [জিপিএ যোগফল ৯ হতে হবে] লটারিতে।
এটাই মেডিকেলের এডমিশন নিয়ে আমার একান্ত ব্যক্তিগত মতামত
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫৯