_________________________
ঢাকায় যানজট কমানোর উপায়।
_________________________
বর্তমানে ঢাকায় রাস্তায় বের হন?
জ্যামে পড়েন?
জ্যামের ভেতর বসে কী দেখেন বাইরে!
প্রাইভেট কার আর প্রাইভেট কার!!
হ্যা, এখন এটাই ঢাকার ক্যান্সার; প্রাইভেট কারই ঢাকার ক্যান্সার।
আরো সুখবর, ন্যানো আসতেছে! ৫/৬ লাখেই পাবেন! লোনও পাবেন!
ঢাকার ট্রান্সপোর্টেসন টোটালি কলাপ্স করার উপক্রম হয়েছে।
১০ কিমি যেতেই ২ ঘন্টা উধাও। কতো কর্মঘন্টা এরকম নষ্ট হচ্ছে?
কিছুই কী করার নেই?
ইমেডিয়েটলি?
একটাই উপায় আছে। লিমিট দিস প্রাইভেট কার।
ঢাকায় রাস্তা কম, রাস্তায় একটা বাস লোড নেয় ৫০ জনের। বাট দুইটা প্রাইভেট কার, একটা বাসের সমান রাস্তা কনজিউম করে। লোক থাকে ২টা প্রাইভেট কারে এভারেজে ৬ জন।
তাহলে, প্রাইভেট কার কমিয়ে পাবলিক ট্রান্সপোর্ট বাড়াতে হবে, এক।
দুই, প্রাইভেট কারের উপর প্রতি বছর ২লক্ষ টাকা ট্যাক্স বসাতে হবে। এই টাকায় বাস নামাবে বিআরটিএ।
এটাই একমাত্র সমাধান। এর বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করছি।