আপডেট ২: আমরা ইনশা আল্লাহ ৬ তারিখ ৪টায় নিচের ঠিকানায় একত্র হচ্ছি। যে যার ইচ্ছা মত খাবার কিনে আনতে পারেন। আর যাঁরা আসছেন আমাকে mardi8এটovi.com এ একটা মেইল দিবেন প্লীজ? আমি তাহলে কি কি ইভেন্ট হবে সেটা পাঠিয়ে দিব। তো আপুরা, দেখা হচ্ছে আমাদের...
আপডেট ১ : স্কুলের এ্যড্রেস হল
The Ark International Schoo
house # 11 (New), road # 15 (New), 28 (Old), Dhanmondi R/A, Dhaka.
২৮ নম্বর মানে BFC এর গলিতে মিরপুর রোড থেকে ঢুকে হাতের বাঁয়ে,রাস্তার পাশেই। আগে এই গলিতে ফারজানা শাকিল ছিলো।
আর এ পর্যন্ত যাদের আসার কথা শিওর হওয়া গেলো ...
তিতির আপু
সনি
আরজুপনি আপু
তাসনুভা বিপা আপু
যেহেতু সময় এখনো আছে হাতে,আমরা খাবারের মেন্যু এখনই ঠিক না করি? দেখি আর কাকে কাকে পাওয়া যায়। এখানে আবার বলি, কেঊ প্লিজ ভাববেন না যে বাসায় বানিয়ে আনতে হবে।আমিও মনে হয় কিনেই আনবো। সেটা ব্যাপার না। যাদের ৩৬৫ দিন রান্নাঘরেই কাটে তাদের যদি আড্ডায় আসতে আবার সেই রান্নাঘরেই ঢুকতে হয় তাহলে আর মজা থাকে কই?
পূর্বকথা:
গত দুইটা পোস্টে অনেক আলোচনার ফলাফল দিচ্ছি এখানেঃ
আমরা আগামী ৬ তারিখ বিকাল তিনটায় আমরা ধানমন্ডি ২৮ এ্র আর্ক ইন্ট। স্কুলে একত্র হচ্ছি ইনশা আল্লাহ। এ পর্যন্ত তিতির আপুর কথাই শুধু জানি যে উনি পারবেন। আর যারা পারবেন বলে যান এখানে।এরপর আমরা খাবার দাবার নিয়ে এই পোস্টেই আপডেট দিব।
এখানে একটা কথা বলে রাখি- ব্লগে আসলে সবকিছু এত্তো খোলামেলা যে আড়াল খোঁজার চেষ্টাই করা যায় না। আর এতো মানুষের জন্য বিকল্প কোন প্ল্যাটফর্মও বের করা সম্ভব না। শুরুতে যেমন বলেছিলাম আয়োজনটা মেয়েদের নিয়েই করতে চাই এখনো। কারণ নইলে সবাই ঠিক ফ্রী হতে পারবে না। অনেক আপু আবার শর্তও দিয়েছেন যে শুধু মেয়েরা হলেই আসতে পারবেন।আশা করি ভাইয়ারা আমাদেরকে এইটুকু ছাড় দিবেন,অবশ্যই। প্লীজ আমাকে কেউ সাম্প্রদায়িক বলে বকা দিয়েন না। আমার নিজেরও ভাই আর পতি আছেন,তাদের খাইয়ে মজাও পাই খুব। কিন্তু মেয়েতে মেয়েতে আড্ডার প্রাইভেসীও তো থাকা দরকার,না?
ব্লগার হিসেবে হোক আর বয়সে হোক আমি আসলেই অনেক ছোট মানুষ। আজকে তিতির আপুর সাথে কথা বলে আরও একবার টের পেলাম।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৪:৫৪