

হিটলার ও ইভা ব্রাউন
উইকির মতে ইভা ব্রাউন হল হিটলারের দীর্ঘসময়ের সঙ্গী আর সল্প সময়ের জন্য স্ত্রী




ইভা ব্রাউন
বিবাহ পুর্ববর্তী অবস্থায় হিটলার-ইভা তাদের সংসার বারগৌফে গুছিয়ে নিয়েছিল। হিটলার ইভাকে একটু বেশীই মনেহয় ভালোবাসতেন, তার লেখা ইভাকে দেওয়া চিঠি পড়লেই তা বুঝা যায়। ইভা আপাও কম যান না, ১৯৪৪ সালে হিটলারকে লেখা তার চিঠি টা দেখেন----
"Geliebter,
I am beside myself. I am dying of anxiety now that I know you are in danger. Come back as soon as possible. I feel as if I am going insane.
The weather is beautiful here and everything seems so peaceful that I am ashamed of myself ... You know I have always told you that I would die if anything happened to you. From our first meeting on, I have promised myself to follow you wherever you go, even to death. You know that I live only for your love.
Yours Eva"
হিটলার যখন বার্লিনে যুদ্ধের চরম অবস্থায় , ইভা তখন মিউনিখ থেকে ছুটে আসে হিটলারের এই বিপদে। হিটলার তাকে চলে যেতে বললে ইভার প্রতিৎতুর ছিল এরকম--
"I will let you die alone??"

হ্যাপ্পী ফ্যামেলি : হিটলার, ইভা, হিটলারের কুকুর ব্লন্ডি, আর ঐ কালা বিড়ালটার নাম জানি না

হায়রে প্রেম

আমাদের জাতীয় কবি লিখেছিলেন যে " বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর" , তবে এক্ষেত্রে ইভার কি অবদান তা বুঝা গেল না। হিটলার আর যাই হোক নিজে অস্ট্রিয়ান হয়ে জার্মানি কে একটু বেশীই ভালোবাসত, জার্মানীর জন্য তার দেশপ্রেমের কোন ঘাটতি ছিল না, ঐ সব ইহুদী নিধন বাদে। তিনি তার আদর্শ থেকে সরে যেতে পারেন এজন্যই ইভা ব্রাউন কে আগে বিয়ে করেন নি, শেষ সময়ে মূলত ইভার অনুরোধ রাখতে হিটলার তাকে বিয়ে করেন।
আর এর মধ্যদিয়ে শেষ হয় একনায়কতন্ত্রিক বীরের মৃত্যু, সাথে সাথে অসম্পুর্ন থেকে যায় এক না বলা ইতিহাস, এক চিরন্ময় প্রেমকাহিনী

সংযুক্তি :
হিটলারের বাংকারে থাকাকালিন শেষের দিন গুলো কিছু মুভি বানানো হইছে। জার্মান পরিচালক অলিভার হির্খবিগের এর ছবি Downfall হিটলারের বার্লিনে বাংকারের শেষ দশ দিনের উপর বেস করে বানানো হয়েছে। এছাড়া তার জীবন নিয়ে করা Hitlar : The Rise Of Evil টাও দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১১ রাত ৯:১২