চড়ক পুজা।গাজনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো চড়ক পুজা।চড়ক পুজা চড়ক গাছের নীচে অনুষ্ঠিত হয়।এবং চড়ক সন্ন্যাসী দ্বারা বিভিন্ন প্রকার কসরত। দেখানো হয়।
আধুনিক বাংলার বিবিধ লোকজ উতসবের মধ্যে গাজন , চড়ক পুজা, নীল পুজা আজও বিশেষ জায়গা দখল করে আছে।যদিও এগুলো গ্রাম বাংলাতে পুর্বে উদযাপিত হতো। এখন তা নগরেও অনুষ্ঠিত হয়।
হিন্দু সম্প্রদায় চৈত্র মাসের শেষ দুই দিন এই উতসব উদযাপন করে।.
এই সময়টা চৈত্র সংক্রান্তি নামে পরিচিত।যখন সুর্য মীন চিহ্ন তে প্রবেশ করে।
গাজন প্রথম কবে শুরু হয়েছিল তা বলা মুশকিল। প্রথমে গাজন ধর্মের গাজন হলেও পরে তা ধীরে ধীরে শিবের গাজনে রূপ নেয় ।গাজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি সম্প্রদায়ের সংগে জড়ীত। তারা প্রভু শিবের কাছে বৃষ্টি এবং ভালো ফসলের জন্য প্রার্থনা করে।
এক গ্রামের শিবতলা থেকে শোভাযাত্রা বের করে অন্য শিবতলায় নিয়ে যাওয়া হয়।গাজন কোন ব্যক্তিগত সম্পত্তির উপর অনুষ্ঠিত হয় না। শিব ও গৌরী সেজে নৃত্য করে এবং অন্যান্য ভক্তরা নন্দী, ভৃঙ্গী, ভূতপ্রেত, দৈত্যদানব প্রভৃতি সেজে শিব-গৌরীর সঙ্গে সঙ্গে নাচে। এটি বাংলা লোক নৃত্যের একটি অংশ হিসাবে পরিগনিত।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৬
এডিট করুন
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩