বিষয়: হড় বিয়ের হালচাল-দ্বিতীয় কিস্তি
------------
পদ্মায় এতো জল অনেকদিন পরে দেখলাম। যেন মনে হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতে বসে আছি। আচ্ছা তুই চুপ করে আছিস কেন? হুঁ হাঁ তো করবি?
- ভেলেন্তিনার কথা মনে পড়ে গেলরে?
শোন সাগেন, তোকে বলেছি ওই ভেলেন্তিনার কথা আমার সামনে গল্প করবিনা। গত ৬ মাস থেকে তোর মুখে ওর নাম শুনছি। অথচ তোদের দুজনের প্রেম-ভালাবাসও হয়নি। পারিবারিকভাবে তোরা দেখেছিলি মেয়েটাকে, পছন্দ হয়েছিল তোদের। ওদেরো পছন্দ ছিল। খ্রিস্টান আর বিদিন নিয়ে সমস্যা ছিল। এইতো নাকি।
- হুমম। কিন্তু ওর মা বলেছিল জানাবে।
জানাইনি তার মানে তোদের বুঝে নিতে হবে তারা সমাজকে বুঝাতে পারেনি। পছন্দ থাকা স্বত্তেও শুধু ধর্মের কারণে তাদের মেয়েকে তোর সাথে বিয়ে দিতে পারছেনা। বুঝলি।
-হুমম।
শোন আমি জানি ভেলেন্তিনাকে তোর ভালো লেগেছিল। কিন্তু তুইতো ওর সাথে কখনো কোন যোগাযোগ করিসনি। তোর মতো ওরো কি তোকে পছন্দ হয়েছিল?
-আমি কি করে বলবো যে ওর পছন্দ হয়েছিল কিনা? পারিবারিকভাবেই বিয়ে করবো বলে মনে মনে ভেবে রেখছিলাম। তাই মা-বাবার উপর ছেড়ে দিয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি কোনদিন যোগাযোগ করার চেষ্টা করিনি।
আমি একবার ট্রাই করবো?
- কি ট্রাই করবি?
যোগাযোগ করার চেষ্টা করবো।
-বুঝতে পারছিনা। আচ্ছা চেষ্টা করে দেখ। কিছুতো জানা যাবে নিশ্চয়!
চল এখন। খিদা লাগছে। সিঙ্গারা খাওয়ার পর দাম আজ তুই দিবি।
(৩ দিন পরে আবারো পদ্মার ধারে...)
মুখ গম্ভীর করে বসে আছে সাগেনের বন্ধু।
- সরি বন্ধু, একটু দেরি হয়ে গেল। তুই কখন আসছিস?
এইতো ২০ মিনিট হলো (গম্ভীর স্বরে)
-তা এতো গম্ভীরভাবে উত্তর দিচ্ছিস কেন?
আমি তোকে যা বলবো সেটা শুনে ঠিক থাকতে পারবিতো?
-কি হয়েছে বলবিতো?
শোন তাহলে। আমি ভেলেন্তিনার খোঁজ করার জন্যে মহিলা কলেজের আমার এক বান্ধবীর কাছে গিয়েছিলাম। ওর কাছে শুনলাম মাস চারেক থেকে ভেলেন্তিনা আর কলেজে আসছেনা। সে এর বেশী কিছু বলতে পারলোনা।
-তারপর.....
তবে আমার বান্ধবী আমাকে একটা নাম্বার দেয়। সেটা ছিল ওর গ্রামের এক বান্ধবীর নাম্বার। আমি গতপরশু সন্ধ্যায় ওই নাম্বারে ফোন দিই।
ক্রিং ক্রিং ...........
-হ্যালো কে বলছেন?
আমাকে চিনবেন না। যদি কিছু মনে না করেন তাহলে আমি কিছু কথা জিজ্ঞেস করতে পারি?
-আপনার পরিচয় জানলামনা, চিনলামনা...কিভাবে আপনার সাথে কথা বলবো?
দয়াকরে শুনুন। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।আমার এক বন্ধুর জীবনের প্রশ্ন।
-আপনার বন্ধু। কে আপনার বন্ধু?
আমার বন্ধুর নাম সাগেন, রাজশাহীতে থাকে।
-নামটা শোনা শোনা মনে হচ্ছে। আচ্ছা আপনি কি জিজ্ঞেস করতে চেয়েছিলেন?
আমি আপনার বান্ধবী ভেলেন্তিনার কথা জানতে চাই। সে এখন কি করছে? কোথায় আছে? ইত্যাদি।
-ও....এবার বুঝেছি। আচ্ছা সাগেন না কি বললেন? ওই ছেলেটিই কি আমার বান্ধবীকে দেখতে এসেছিল?
ঠিক ধরেছেন। সে আমার বন্ধু।
-আমি কি এক কথায় উত্তর দিব আমার বান্ধবীর ব্যাপারে।
আপনি কি বিরক্ত হচ্ছেন?
-শোনেন ৩ মাস আগে ভেলেন্তিনার বিয়ে হয়ে গেছে। এর বেশী কিছু বলতে পারবোনা। রাত অনেক হয়ে গেছে। আমি এখন ঘুমাবো। দয়া করে কিছু মনে করবেন না। আমি এখন ফোন রাখি। ভালো থাকবেন।
চলবে...
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩