১. কোন কাজই পরামর্শ ছাড়া করবে না।
২. প্রত্যেক কাজেই উস্তাদের প্রয়োজন হয়। উস্তাদ ছাড়া কাজ সম্পন্ন হয় না।
৩. যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করলো, সে সফলতা অর্জন করলো।
৪. সন্দেহ করা বদঅভ্যাস, সর্বদা তোমার বাহির ও ভিতর এক সমান রাখবে।
৫. কম কথা বলা ও নীরব থাকা মুমিনের আলামত। (ক্ষেত্র বিশেষ)
৬. কোন বিষয় উদ্ধৃতি দেওয়ার পূর্বে মূল বিষয়টি ভালভাবে যাচাই করে নাও।
৭. দুনিয়ার সবচেয়ে বড় উপার্জন হলো নিজের প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করা।
৮. যে ব্যক্তি বিনা অনুমতিতে অন্যের চিঠি দেখলো সে যেন আগুন দেখলো।
৯ পেট অপেক্ষা খারাপ পাত্র নাই।
১০. বাজার থেকে যে জিনিস সন্তানদের জন্য ক্রয় করে আনবে, তা থেকে মেয়েকে প্রথমে দিবে।