বিঃদ্রঃ এই পোস্ট কবিতা পাইরেসির(প্যারোডী) দায়ে ব্যান খাইতে পারে।তার জন্য যদি লেখককে সেফ থেকে জেনারেল করা হয় তার জন্য লেখক দায়ী থাকবেন না। দায়ী থাকবেন সুম্মানিত মোডু।
আবার আসিব ফিরে বাংলার যে কোন নদীর তীরে
নৌকায় সওয়ার হয়ে শেখ হাসিনা বা শেখ মুজিবের ঘরে।
হয়তো বা ছাত্রলীগ নয়তো বা যুবলীগের হাত ধরে
কোন এক কাকডাকা ভোরে আবার আসিব আমি-
অত্যাচার, নিপীড়ন আর মিথ্যাচারের বেশ ধরে।
সেদিন থাকবে না শেখ হাসিনা, সাহারা অথবা সেই সাজেদা,
আবার আসিব আমি ফিরে রক্ষা করতে বাংলাদেশের মর্যাদা
হয়ত থাকবে না সেদিন মতিয়া আর সেই দিপু মণি
তবু বাফার স্টেট বলব আমি তুলিয়া স্বাধিনতার বাণী।
জানি সেদিন থাকবে না এই বাংলায় কোন যুদ্ধাপরাধি,
তবুও বারবার হয়ে উঠব আমি হাসিনার মত মিথ্যেবাদী
আবার আসিব আমি এরশাদের সেই লাঙ্গলের হাত ধরে
মহাজটের অত্যাচারের জয়গান গাইব হৃদয় ভরে।
সেদিন থাকবে না দেশে সাঈদী, নিজামি, মুজাহিদ
আর থাকবে না সেই সাকা চৌধুরির রম্য মধুর সঙ্গীত
তবু আমি বারেবারে আসিব ফিরে এই বাংলার বুকে
বিরোধী দলকে ঠেলিয়া দিতে লাল দালানের দিকে
হয়তো থাকবে না সেদিন খালেদা জিয়ার ধানের শিষের গান
অথবা তারেক জিয়া কিংবা কোকোর দূর্নিতির গান।
তবুও আমি আসিব ফিরে তথাকথিত মানবতার গান গেয়ে
এই বাংলার বুকে ছাত্রলীগের হিংস্রতার নৌকা বেয়ে
হয়তো সেদিন বংগবন্ধুময় হয়ে উঠবে বাংলার মাঠ আর প্রান্তর
শেখ মুজিবের নামে জিকির করবে মানুষের হৃদয় আর অন্তর
দা-চাপাতি আর অস্ত্র নিয়ে আবার আমি আসিব ফিরে,
হত্যা, ধর্ষণ, চাদাবাজির কালো মেঘ থাকবে আকাশ ঘিরে।
বারে বারে আমি আসিব ফিরে দিন বদলের গান গেয়ে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৫