একটি ফেসবুক এপ্লিক্যাশনঃ যা দিয়ে ফেসবুকে ভয়েস চ্যাট করা ছাড়াও ফ্রি ফোন করা যাবে যে কোন নাম্বারে
গত কয়েকদিন আগে ফেসবুকে একটি এপস চোখে পড়েছিল এডভার্ট থেকে। এপসটির নাম হল Sonephone, ইতোমধ্য অনেকেই এটা দেখে থাকবেন। এটি দিয়ে মূলত ফেসবুক ব্যাবহারকারীরা তার লিস্টে থাকা অন্য ব্যাবহারকারীদের সাথে ভয়েস চ্যাট করতে পারবে অনলাইনে থাকাকালীন সময়ে। তবে এর চাইতেও এই এপসটি যে কারনে আমার ভাল লেগেছে তা হল ফেসবুক থেকেই বিভিন্ন ফোনে এমনকি বাংলাদেশী ফোনেও কল করা যাবে। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। তবে প্রতি সফল কলের জন্য কিছু পরিমান ক্রেডিট কাটা হবে এবং কল করতে হলে একাউন্টে ক্রেডিট থাকতে হবে।

Free phone
তবে তাতেও হতাশ হবার কিছু নেই
কারন এতে কিছু ডিফল্ট ক্রেডিটই যে থাকবে তা্ই নয় এই এপসটি লাইক এবং শেয়ার করলেও আপনার একাউন্টে জমা হবে আরো ক্রেডিট।

Free phone
এই এপসটিতে আরো যে সুবিধাগুলো শীঘ্র যোগ হবে তা হলঃ
* এসএমএস
* ভয়েস ম্যাসেজ
তাহলে এখনো যারা দেথেননি তারা এই লিংকে http://apps.facebook.com/ulolproject/ ক্লিক করে দেখুন এপসটি।