অতীব ডালভাত টাইপের রান্না । যাহাদের পেমিকা ভাগিয়া গিয়াছে, ছ্যাকা খাইয়ে ব্যাকা হয়ে গিয়েছেন।। বউ ভাগি গ্যাছে, ধুকা দিয়ে বুকা বানায়া দিছে ,






কথা না বাড়ায়ে কামে আসি ।। পাবলিক চেইত্যা যাইতাছে বুজবার পাইছি

১.

প্রথমে চাল,ডাল,আলু, সবজি সব খিচুড়ি বানায়া ধুইয়া লইবেন।। থুক্কু পরিমাণ মতো সাইজ কইরা সবজি কাইটা সব মিশায়ে নিবেন ।। আলু চাকু দিয়া কুচি কুচি কইড়া দিবেন । তারপর (যদি আমার রুমের মতো রাইস কুকার নষ্ট হয় তাহলে) ইরাম একখান কড়াইয়ে সব ঢালবেন। ইয়ারপর, আগে থেকে মনের সুখে কুচিকুচি কইরা কাইট্যা রাখা, মরিচ, পিয়াজ, রসুন, আদাবাটা (না থাকলে আজাইরা পেইনের দরকার নাই, খালি পিয়াজ মরিচ হইলেও হপে) ইত্যাদি দিয়া কিনচিত সয়াবিন সহযোগে লবন দিয়া ইচ্ছা মতো মাখাইবেন ।। সইষ্যার ত্যাল ও দিবার পারেন ।। ব্যাফারনা


মরিচ কাটতে চাকু ব্যবহার করুন ।। মেয়েরা বটিতে দক্ষ হয় ।। ছেলেরা চাক্কুর কাম ভালা পারে ।। এবার দুই নং পিকচারে যান
২.

ওই মিয়া হিটার না জালায়া হুদাই যদি এলিমেন্ট মাখায়া তুইল্যা দেন তাইলে আপনের নাতিপুতিরাও এই খিচুড়ির মুখ দেখতে পারবো না ।।


৩.

এর পর পানি ঢাইলা দ্যান ।। খাড়ান, ইচ্ছা মতো ঢাললেই হইবো ভাবছেন ?? জাউ হইয়া যাইবো খিচুড়ি ।।






৪.

এরপর খিচুড়ি কোনো একটা প্লেটে ঢালেন ।। তারপর কড়াই ধুইয়া হিটারের তাপে শুকনা করেন। কড়াই থেইকা ধুমা উড়া শুরু হইলে তারপর তেল ঢালেন । সয়াবিন বা সরিষা ঢাললেই হলো একটা ।। পানির মধ্যে তেল ঢাইলেন না ।। এক হাটু তেল দিয়েন না।। শইলে ছিটা লাগতে পারে।। এরপর ডিম ভাংইগা ছাইড়া দেন ।। এট্টু লবনের ছিটা দেন ।। (আজাইরা টাইম থাকলে পিআজ মরিচ ডইল্যা দিতে পারেন, আমি শর্ট কোর্স দিতাছি, ঐ্সব কাটোনের টাইম নাই হুহ


৫.

ডিমটা ভাজার পর এই বর্ণ ধারণ করবে । এরচেয়ে বেশি দিয়েন না তাপ ।। তাইলে তলা পুইড়া যাইবো । তাপ ঠিক মতো হইতাছে কিনা , এইটা বুঝার জইন্য ডাক্তরের দুকান থেইকা থার্মমিটার কিনে এনে কড়াইতে ছেড়ে দিয়ে এক মিনিট ঢেকে রাখেন ।। (ভুলেই ওই কাম কইরেন না, ডিম কিরিস গেইলের খোমা মতান্তরে নিগ্রোবর্ণ ধারণ করবে ।)) ইকানে ৭৮.০০০৩১২৫৬৯৭৪৫৫ ডিগরি সেলচিয়াচ তাপ আচে ।।




৬. এইবার খাওনের পালা ।।

আচার টাচার যদি কিছু না থাকে, কিমবা মুরগি কিনতে যাওয়ার এনারজি কিমবা মাস শেষে পকেটে টাকা না থাকে আমার মতো , তাইলে শুকনা মরিচ ভেজে নিয়ে সরিষার তেল আর পিয়াজের সাথে হালকা একটু লবণ দিয়ে খাইয়া দেকতে পারেন ।। খোদার কসম, এইটা একটা ন্যাচারাল টেস্ট মেকার ।


একটি মামুন স্টোনকোল্ড রন্ধন পরিবেশনা ।।
সবাই ভালু থাকপেন ।। খেচুড়ি খাবেন ।। পাব্লিক যদি দাবড়ানি না দেয় , তাঈলে সামনের মাসে মুরগি রান্দন দেখামু ।। ওখন মুরগি কিনার ট্যাকা নাই



সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪৮