আমার দেখা সেরা ফিকশন মুভিগুলো
গত পোস্ট দেবার পর থেকেই ব্লগার অদ্রোহের সাথে আমার তুমুল বিতর্ক হচ্ছে। তার মত হল আমি চাইলেই মুভিকে এভাবে ক্যাটাগরাইজ করতে পারি না। কারণ এক মুভি ভিন্ন ভিন্ন genre এর হতে পারে। তো আমি তাকে বোঝালাম, এটা কোন কঠিন বিভাজন নয়, আইএমডিবি যে genre দিয়েছে প্রতিটা মুভির তাওতো দর্শকরাই ঠিক করেছে তাই না? আমার কাছে যেসব মুভি একই থিমের ওপর নির্মিত হয়েছে বলে মনে হচ্ছে সেগুলোই এক ক্যাটাগরিতে দিচ্ছি। ভুলচুক হলে ব্লগের সিনেমাখোররাতো আছেনই সিরাতুল মোস্তাকিম(সরল পথ) প্রদর্শনের জন্য।
যাই হোক এবারের আয়োজন হলো আমার দেখা সেরা সাইকোলজিকাল থ্রিলার। আমার আরেকটা ক্যাটাগরী আছে সাইকোলজিকাল ড্রামা, কাজেই কোন মুভি কোন জায়গায় যাবে এটা নিয়ে এখনো অদ্রোহের সাথে তর্ক চলছে। আমি তর্ক করতে থাকি আর আপনারা পোস্ট দেখুন। আর অবশ্যই আমি অলসতা করে রিভিউ দিয়ে পোস্ট বড় করছি না। আপনারা যারা দেখেছেন আশা করি রিভিউ করে দেবেন।
A Beautiful Mind(2001)
IMDB rating: 7.9
Directed By: Ron Howard
El Laberinto Del Fauno a.k.a Pan's Labyrinth(2006)
IMDB rating: 8.5
Directed By: Guillermo Del Toro
Fight Club(1999)
IMDB rating: 8.8
Directed By: David Fincher
Machinist(2004)
IMDB rating: 7.8
Directed By: Brad Andersen
Memento(2000)
IMDB rating: 8.6
Directed By: Christopher Nolan
The Number 23(2007)
IMDB rating: 6.2
Directed By: Joel Schumacher
Funny Games(1997)
IMDB rating: 7.7
Directed By: MIchael Haneke
Psycho(1960)
IMDB rating: 8.7
Directed By: Alfred Hitchcock
Eternal Sunshine Of The Spotless Minds(2004)
IMDB rating: 8.5
Directed By: Michael Gondry
A Clockwork Orange(1971)
IMDB rating: 8.5
Directed By: Stanley Kubrick
আশা করি ভালো সাজেশন আসবে আর লিস্টিটা লম্বা হবে আরো।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০৫