
আমি যখন বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসি, তখন একটা ভয়ে ভয়ে ছিলাম - এই দেশে এসে প্রযুক্তি নিয়ে কাজ করার কোনও সুযোগ পাবো কি না। কিন্তু আজ এতো বছর পর, আমি খুব খুশি মনে বলতে পারি - আমি যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। আমরা ছোট ছোট অনেক কাজ করে চলেছি, যেগুলো হয়তো আমাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে সমাধান করছে। বাংলাদেশের কোনও সমস্যা তো আর বিদেশীরা সমাধান করে দেবে না। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। আর সেজন্য আমাদের ছেলেমেয়েদেরকেই সেগুলো সমাধান করার যোগ্য করে গড়ে তুলতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র রিসোর্স নিয়ে আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি।
আমরা আমাদের তরুন শিক্ষক আর ছাত্রছাত্রীদের নিয়ে মজার মজার অনেক কাজ করছি, যেগুলোর কিছু কিছু আমি ভিডিওতে বলার চেষ্টা করেছি। তবে বর্তমানের বিশ্ববিদ্যালয়গুলো মূলত জ্ঞান বিতরনের জায়গা, জ্ঞান তৈরীর জায়গা না। আমরা চেষ্টা করছি, এই বিশ্ববিদ্যালয়টিকে জ্ঞান বিতরনের জায়গা থেকে জ্ঞান তৈরীর জায়গায় রূপান্তরিত করতে। সেজন্য আমরা প্রতি বছর ১ হাজার জন পিএইচডি তৈরী করার স্বপ্ন দেখছি। দেখা যাক, সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন করা যায়।

ছবি : জাফর স্যারের তৈরী ক্লাস্টার কম্পিউটার।
কৃতজ্ঞতা : প্রিয় টেক
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:৩২