সাস্টে এ বছরই প্রথমবারের মত মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চালু হয়েছে। যেহেতু প্রক্রিয়াটি সম্পূর্ন নতুন তাই শিক্ষার্থীদের সুবিধার জন্য কিছু হটলাইন নম্বর রাখা হয়েছে, যাতে তারা সরাসরি যোগাযোগ করে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোন সমস্যা জানাতে পারে।
এই হটলাইন নম্বরগুলোর একটি আছে জাফর ইকবাল স্যারের হাতে। কিন্তু বাইরের কাউকে জানানো হয়নি, যে ওনার নম্বরটি কত। তো একদিন জাফর স্যারের হটলাইন নম্বরে ফোন করে একটা মেয়ে বলে উঠলো “ভাইয়া, ভাইয়া.... আমি রেজিস্ট্রেশন করতে পারছি না।” স্যার জিজ্ঞেস করলেন কি ধরনের সমস্যা, কিভাবে SMS করেছো ইত্যাদি এরপর আবার SMS করতে বললেন। একটু পরে মেয়েটি আবার কল করে বলল “ভাইয়া, আমি রেজিস্ট্রেশন করতে পেরেছি”। স্যার খুশি হয়ে বললেন “গুড..”। মেয়ে বলল “গুড...!! আমি আমার পাচ বান্ধবী মিলে একসাথে পরীক্ষা দেবো বলে একসাথে SMS পাঠিয়েছিলাম, ওদের সবার রেজিস্ট্রেশন আমার অনেক আগে হয়ে গেছে। আমি ওদের সাথে রেজিস্ট্রেশন করতে পারলাম না আর আপনি বলেন গুড..!! ”
এরপর আর একদিন রাত ২ টা বাজে স্যারের হটলাইন নম্বরে একটা কল এলো। স্যার কল রিসিভ করে সমস্যার কথা জিজ্ঞেস করলে ছেলেটি বললো “না কোন সমস্যা নাই, এমনি ফোন করেছি। এটা হটলাইন নম্বর তো ২৪ ঘন্টা সার্ভিস দেয়ার কথা, তাই কল করে চেক করলাম যে এটা আসলেই হটলাইন সার্ভিস কিনা। ”
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৮