১) বোরকা হিজাব সব পড়েছন, কিন্তু উত্তেজক পারফিউম ও ঠোট মুখে মেকাপ ;
--- মানে, পানিপূর্ন বালতিতে ছিদ্র আছে
.
২) সুন্নাহর অনুসারী, খুব লম্বা সুন্দর দাড়ি রেখেছেন, কিন্তু টাকনুর নীচে কাপড় পড়েন;
--- মানে, পানিপূর্ন বালতিতে ছিদ্র আছে
.
৩) ৫ ওয়াক্ত সলাত আদায় করেন, কিন্তু খুশুখুজু নেই;
--- মানে, পানিপূর্ন বালতিতে ছিদ্র আছে
.
৪) মানুষের প্রতি দয়ালু ও নম্র ব্যবহারকারী, কিন্তু পরিবারের সদস্যদের সহিত সর্বদা রুক্ষ ব্যবহার করেন;
--- মানে, পানিপূর্ন বালতিতে ছিদ্র আছে
.
৫) মেহমানদের খুব সুন্দরভাবে আপ্যায়ন করেন, কিন্তু মেহমান চলে গেলে পিছনে সমালোচনা করেন;
--- মানে, পানিপূর্ন বালতিতে ছিদ্র আছে
.
৬) গরীবদেরকে অনেক দান সদকা করেন, কিন্তু এরা আপনার কটু কথা ও দমন পীড়ন থেকেও রক্ষা পায় না;
--- মানে, পানিপূর্ন বালতিতে ছিদ্র আছে
.
৭) সবসময় তাহাজ্জুদ সলাত আদায় করেন, নফল সুন্নত সওম রাখেন, কিন্তু তার জন্য পরিবারকে সময় দিতে অপারগ হন, বন্চিত করেন;
--- মানে, পানিপূর্ন বালতিতে ছিদ্র আছে
.
৮) ক্ষুধা ও তৃষ্ণার জ্বালায় সওম রেখেছেন ও ধৈর্য্য ধরেছেন. কিন্তু নিজেকে অভিসাপ দিচ্ছেন, অপমান করন;
--- মানে, পানিপূর্ন বালতিতে ছিদ্র আছে
.
৯) অন্যকে সাহায্য করছেন, অথচ প্রতিদান আশা করছেন তাদের কাছ হতে এবং প্রকৃতপক্ষে আল্লাহ'র সন্তুষ্টির জন্য করেন নাই;
--- মানে, পানিপূর্ন বালতিতে ছিদ্র আছে
.
১০) ফেবু, টুইটার, ইন্সটাগ্রামে পোষ্ট দিচ্ছেন, হাজার ফ্রেন্ড ও ফলোয়ার আছে, কিন্তু এগুলো করছেন খ্যাতির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নহে;
--- মানে, পানিপূর্ন বালতিতে ছিদ্র আছে
.
পূন্যময় কাজে পানিপূর্ন বালতির ন্যয় ছিদ্র রাখবেন না। তাহলে, আপনার সকল কষ্ট শ্রম সম্পদ ও পূন্য বিফলে যাবে এবং শিরক কুফরী জাতীয় কাজে আক্রান্ত হবেন।
.............................................
হে আল্লাহ, আমাদের সকল কর্মকাণ্ড যেন আপনার সন্তুষ্টির জন্যই হয় এবং অহংকার, হিংসা, মন্দ জিনিষ ও শয়তানী ওয়াস-ওয়াসা হতে আপনার কাছে আশ্রয় চাই।
আমীন।।।
(সালফে সালেহীনদের সরল পথের অাইডি থেকে নেয়া)