আমাদের অভিধানগুলো থেকে ডার্টি শব্দটা তুলে দেয়াই ভালো। কারণ ডার্টি নামক পিকচার আসলে ডার্টি নয়৷ ওটা এখন বিনোদনের ডিপো৷ ১৪ ই ফেব্রুয়ারীকে কেন্দ্র করে যত ভালবাসার অনুষ্ঠান, নাটক তৈরী হবে, তার সবকটাই আমাদের মানব হ্রদয় গুলোকে আরোও বেশী ডার্টি করবে।
'কাছে আসার সাহসী গল্প ' অনুষ্ঠানের কোন একটা গল্পই বিয়ে করা স্বামী, স্ত্রীদের বাস্তব জীবনে নতুন কোন শিক্ষা দিয়ে যাবেনা বরং অবিবাহিত লুতুপুতু বাচ্চাদের কে (সে মাষ্টার্স পাশ করা ধামড়া পোলাপানও হতে পারে) আকামের কিছু স্বচ্ছ ও গোপন কৌশলই শিক্ষা দিবে বৈ আর কিছু নয়।
এখনকার যুবসমাজ তো এভাবেই বড় হতে শিখছে যে, পতিতালয়ে যাবার আগে দুই টাকা ভিক্ষা দিয়ে ভিখারীর দোয়া নিয়ে যায়। (গেম খেলতে) যেমনিভাবে সকালে সারে গামা শেখানো মা আবার বিকালে বাচ্চাকে ক্বল ক্বলার হরফ শেখাতে নিয়ে যায় পাড়ার মক্তবে।
পুলিশের কাউন্টার টেরোরিজমের অতিরিক্ত পুলিশ কমিশনারের একটা বক্তব্য শোনবার সুযোগ হয়েছিলো একবার যেখানে তিনি বলেছিলেন, সন্তানকে যখন দেখবেন আর টিভি দেখেনা, শুধু ধর্মের কথাই বলে আর কিছু চিন্তা করতে সে নারাজ, তখন বুঝবেন যে, সন্তান এবার রসাতলে গেছে। জঙ্গি জঙ্গি ভাব৷
সত্যিই তো, সন্তান তো তার আসলেই রসাতলে যাবে যখন সে বিদ্যা বালানের ডার্টি পিকচারের ডার্টি ডার্টি পিকগুলো না দেখে মক্তবে না যায়, তাইনা??
*-------------+
আমাদেরকে এভাবেই আজ শেখানো হচ্ছে। মসজিদে হুজুরের বয়ান শুনে যে, বেগানা নারীকে দেখো না আর গানের আইটেম গার্লের সাজে ক্লাশ নিতে আসা ম্যাডামকে দেখে আর চোখ ফেরানো সম্ভব হয় না সেই বাচ্চার।
নীতির পাতাগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেন না কেন সবাই ? নইলে দায়িত্বশীলদের হস্তক্ষেপ কামনা করেন।যাতে তারা সেই নীতির কাগজগুলো ভালোভাবে পোড়াতে এক নম্বর দাহ্য পদার্থের ব্যবস্থা করতে পারে।
যেই নীতি বাস্তবায়ন যোগ্য নয় সেই নীতি শিক্ষা দেবার কি দরকার এই কোমলমতি শিশুদের??
তারচেয়ে বরং অনৈতিকতার শিক্ষার অবৈতনিক সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থা করা হোক যেখানে ভবিষ্যতের লাস্যময়ী আর হাজার হাজার লিটন তৈরী হবে এসব লাস্যময়ীদেরকে তার ফ্ল্যাটে নেবার জন্য।
(জয় হোক ডার্টি পিকচারের)
--------------
তবে আরেকটা কথা ভুলে যাবেন না যে, অন্যের বাড়ীতে আগুন দিলে নিজের বাড়ীতেও তার কিছু আঁচ লাগতে পারে। কারণ পুড়বার আগুন আপনার ঘরেও মজুদ আছে যে ।
ভাবিয়া করিও কাজ।
করিয়া ভাবিও না।
--------------++++
অশ্লীলতাকে মন থেকে ঘৃণা করুন।
রব্বে কারীমের আযাবকে ভয় করুন।
নিশ্চয়ই তিনি কঠিন পাকড়াও কারী।
--------------
মনমানসিকতা বদলান।
সমাজটাই বদলে যাবে।
(সালফে সালেহীনদের সরল পথ অাইডি থেকে সংকলিত)