আজকের পৃথীবিতে হাজারো মুসলিম নর-নারী নির্যাতিত হচ্ছে। সত্য আজ ভু-লুণ্ঠিত। ন্যায়কে পদ-দলিত করে অন্যায় আজ সর্বত্র কর্তৃত্ব দেখাচ্ছে। মানুষের ন্যায্য অধিকার ছিনিয়ে নেয়া হচ্ছে। আর, আজ দাবীকৃত সত্যিকারের পুরুষরা ঘুমিয়ে সময় পার করছে। কাশ্মির, ফিলিস্তিন, মিয়ানমার, বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় মুসলিম নারী-পুরুষদেরকে কাফিরদের নির্যাতনের হাত থেকে সাহায্য করার কি কেউ নেই?? কোন পুরুষ কি এগিয়ে অাসবেনা নির্যাতিত মানুষকে সাহায্য করতে৷ অাজ অাপনাদের একজন সত্যিকারের প্রকৃত মুসলিম পুরুষের একটা উদাহরণ দিলাম-
মু’তাসিম ছিলেন তাঁর সময়ের খলীফাহ (মুসলিমদের নেতা)। এই হল প্রকৃত পুরুষত্বের উদাহরণ। মু’তাসিমেরা হলেন সত্যিকারের পুরষ। একজন মুসলিম মহিলাকে বন্দী করে কারারুদ্ধ করা হল। একজন কাফির তাকে চড় মারলো। মহিলাটি চিৎকার করে বললেন, হে মুতাসিম, তুমি কোথায়? হে মুতাসিম, তুমি কোথায়? তাঁর একথা শুনে.. কাফির হাসতে শুরু করলো, তাচ্ছিল্যভরে বললো.. হ্যা অবশ্যই, তোমার মু’তাসিম আসছে!! সাদাকালো ঘোড়ায় চড়ে মু’তাসিম আসছে তোমাকে বাঁচাতে! মুতাসিমের কাছে খবর পৌঁছলো। মু’তাসিম সতেরো হাজার সাকাকালো ঘোড়া কিনলেন। একেবারে সতেরো হাজার। স্বয়ং মুতাসিম সেই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করলেন। মুসলিম সেনাবাহিনী অভিযান শুর করলো, একজন মুসলিম নারীর জন্য। খিলাফাহর বাহিনী সেই ভূখন্ড আক্রমন করলো। কাফির সেনাবাহিনী পরজিত ও পর্যুদস্ত হলো। মু’তাসিম অপেক্ষা করছেন। সেই কাফিরকে মু’তাসিমের সামনে আনা হল। সেই মুসলিম নারীকে মু’তাসিমের সামনে আনা হলো, মু’তাসিম সেই মুসলিম নারীকে বললেন, এই কাফিরকে বলুন! সাদাকালো ঘোড়ায় চড়ে মু’তাসিম এসেছে আপনাকে রক্ষা করতে।
এই হলো প্রকৃত পুরুষত্ব! আর যেইদিন এই পর্যায়ে পৌছাতে পারবো সেদিনই কেবল পুরুষত্ব নিয়ে আমাদের কথা মুখে মানাবে।