প্রথমে তাজিন আপুকে সহ অন্য ব্লগার দের ও ধন্যবাদ জানাই যারা সাব্বির ভাই ও ডঃ মশিউরের জন্য লিখেছেন ।তাজিন আপুর পোস্টটি স্টিকি করার জন্য সামু ও প্রশংসার দাবিদার। যারা লিখেছেন তারা অবশ্যই প্রশংসার দাবিদার তবে আমার আপত্তি পোস্টটির শিরোনাম নিয়ে'' হাত পাতা'' শব্দটি নিয়ে - হাত পাতছি মানে ত করুনা ভিক্ষা করছি তারা কি করুণার পাত্র ? আমরা কি তাদের করুণা করব? আমরা কি এমন দুজন কে করুণা করব যারা মানুষ গড়ার কারিগর? তাদের করুণা করার অধিকার কি আমরা রাখি ? না আমরা রাখি না । আমরা তাদের পাশে এসে দাঁড়াবো তাদের করুণা করে নয়- আমাদের দায়িত্ববোধ থেকে, তাদের পাশে এসে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে । তারা দেশের সম্পদ। এই অবক্ষয়ের সমাজে এমন মানুষগুলো আলোকবর্তিতা হয়ে আছেন বলেই আমরা ভরসা পাই। উনাদের নিয়ে যারা লিখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান বজায় রেখেই বলছি শিরোনামে দয়া করে ''হাত পাতা'' শব্দটি মুছে দিয়ে '' আসুন পাশে এসে দাড়াই '' বা তাদের প্রতি সম্মান বজায় রেখে আপনার মত করে লিখুন। সেটাই শোভন হবে ।
এবার সাব্বির ভাই এর পোস্ট টা নিয়ে কিছু বলি। পোস্টটি ২১ তারিখ লিখা হয়েছে । সর্বশেষ আপডেট হচ্ছে-আপডেট 04/05/2011:
দু'জন কিডনি দাতার সাথে ম্যাচিং এর রেজাল্ট এই শনিবার পাওয়া যাবে। অধীর আগ্রহে অপেক্ষা করছি যেন মিলে যায়।
দেশ এবং অস্ট্রেলিয়ার ফান্ড মিলিয়ে এখন পর্যন্ত পৌনে চার লাখ টাকা পাওয়া গেছে। আরো ষোল লাখের উপরে দরকার। সবাই অনুগ্রহ করে খবরটা ছড়িয়ে দেবার পাশাপাশি নিজ উদ্যোগে অর্থ সংগ্রহে অংশ নিন।
পোস্টটি ৮৭১১ বার পরা হয়েছে । অনেকে বারবার পড়েছেন। আমি ধরে নিচ্ছি কমপক্ষে ৪০০০ জন ব্লগার পোস্টটি পড়েছেন। এখান হতে ৩২০০ জন যদি ৫০০ টাকা করেও দেন ১৬ লাখ টাকা জোগাড় হয়ে যায়। এ টাকা টা কি আমরা ৭-১০ দিনের মধ্যে সংগ্রহ করতে পারবনা? খুবই অসম্ভব কিছু? সামুত নাকি ৭৫০০০ ব্লগারের কমিউনিটি। অন্য কার দিকে না তাকিয়ে থেকে নিজের পক্ষে যতটূকু সম্ভব সেটা করি না কেন? আর আমাদের যা করার দ্রুতই করতে হবে কারণ-সাব্বির ভাইয়ের সর্বশেষ অবস্থা তাঁর জবানিতেই শুনুনঃ"আপা, খুব বেশি বমি হচ্ছে। কিছুই মুখে নিতে পারছিনা। মুখ চোখ একদম ফুলে গেছে। ডায়ালাইসিস করার কথা এতদিন ভাবিনি খরচের কথা চিন্তা করে। মাসে ৪০/৫০ হাজার খরচ আর যতদিন বেঁচে আছি এটা করে যেতে হবে। এজন্য বিকল্প ব্যবস্থা প্রতিস্থাপনের দিকে গিয়েছিলাম। কিন্তু শরীর এত খারাপ হয়েছে যে এখন মনে হচ্ছে ডায়ালাইসিস শুরু করে দেই। কিডনী ম্যাচিং কতদিনে হয় আর কতদিনে চিকিতসা শুরু হয়, কিছুতেই আশা পাচ্ছিনা। বড় অংকের টাকা পেলে হয়ত কিডনী ম্যাচ হয়ে যাবার পর খুব দ্রুত প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিতে পারতাম"। ১লা মে ২০১১ তারিখ।
''কতো টাকা লাগবে লেখেননি, আমি একটা কিডনি দিতে চাই। আমি কোন টাকা চাইনা। '' - এ লিখাটি আমার ব্লগিং জীবনে পড়া শ্রেষ্ঠ লাইন । মেনন ভাই দোয়া করবেন আপনার মহত্তের কিছুটা পরিমাণ ও যেন নিজে ধারন করে রাখতে পারি- সবসময় ।
সহমর্মিতা নয়- সাব্বির ভাই এর প্রয়োজন আমাদের সক্রিয় অংশগ্রহন । আমরা উনার জন্য এতোটুকু কি করতে পারব না?
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ সকাল ১০:৪২