১ম বন্ধু: দোস্ত আমি এক পাকিস্তানিকে চিনি, যে কিনা মানুষ হিসাবে খুবই ভাল। পরোপকারী, বিবেকবান মিথ্যা বলে না। আমি বাংগালি তারপরও আমার উপকার করতে পিছপা হয়নি। কিন্তু একটা সমস্যা আছে।
২য় বন্ধু: কি সেই সমস্যা?
১ম বন্ধু: বাংলাদেশের জন্মে বিশ্বাস করে না। সে মনে করে পাকিস্তান বিভক্ত না হলেই ভাল হত।
২য় বন্ধু: ওরকম ভাল মানুষের আমার দরকার নেই। যে বাংলাদেশের জন্মে বিশ্বাস করে না সে যতই ভাল হোক না কেন, তার ভাল মানুষির কোন দাম নেই।
কয়দিন পর।
২য় বন্ধু: জানিস, রবিন মানুষ হিসাবে খুবই ভাল। পরোপকারী, বিবেকবান মিথ্যা বলে না। আমি আস্তিক তারপরও আমার উপকার করতে পিছপা হয়নি। যদিও সে নাস্তিক। অথচ আস্তিক হয়েও অনেকে মিথ্যাচার করছে, মানুষের অপকার করছে।
১ম বন্ধু: যে বাংলাদেশের জন্মে বিশ্বাস করে না, তার ভাল মানুষির কোন মূল্যই তোর কাছে নেই। আর যে তোর সৃষ্টিকর্তা আল্লাহকে অবিশ্বাস করে, তার ভাল মানুষিতে তুই আবেগে আপ্লুত হচ্ছিস।
নাস্তিকেরা যতই ভাল মানুষ হোক না কেন, তার ভাল মানুষির কোন দাম নেই।
কেননা আমি যে আল্লাহকে বিশ্বাস করি, এবং তার কাছেই আমাকে ফিরে যেতে হবে, তাকে যে অস্বীকার করে তার সাথে আমার কোন সখ্যতা নেই।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭