কিছু ব্লগার ব্লগ কতৃপক্ষের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ এনেছে। তাদের অভিযগের ধরন দেখে খুব হাসি পেল। তাই আবালদের জন্য লিখতে বসলাম।
সবচেয়ে বড় ইভটিজার হল বাংলানিউজ। কারন বাংলানিউজ প্রথম খালেদা জিয়া ও ফালুর ওমরাহ পালনের নিউজ ছেপেছে। শুধু নিউজ ছেপেছে তা না, এক্কেবারে ছবি সহ। বাংলানিউজ কেন এই নিউজ ছাপাবে? যদি বাংলানিউজ এই সংবাদ না ছাপাতো তাহলে তো ব্লগে এই বিষয় টা আসতো না। সুতরাং বাংলানিউজ একজন ইভটিজার। সেই সব ব্লগারদের বলছি, আপনারা এখানে লাফালাফি না করে হাইকোর্টে গিয়ে মানহানির মামলা করেন। আমি বাংলানিউজ এর এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। আমি এও দাবি জানাচ্ছি, খালেদা জিয়া যতবার ইচ্ছা ততবার ওমরাহ পালন করবে সাথে ফালু সহ যাকে ইচ্ছা তাকে নিয়ে যাবে, কিন্তু নিউজ করা যাবে না। এই মর্মে যদি হাইকোর্ট একটি রুল জারি করতো তাহলে মনে হয় আরও ভালো হত। আমি এই লেখার মাধ্যমে মনজিল মরশেদ এর দৃষ্টি আকর্ষণ করছি।
ব্লগে কিছু আবাল আছে, যারা সারাদিন ধরে শেখ হাসিনা, সাহারা খাতুন, দিপু মনির চৌদ্দ গুষ্টি উদ্ধার করবে (অশ্লীল গালাগালি সহ। কেউ হয়তো গালাগালি করেনা, কিন্তু যারা গালাগালি করে তাদের ধন্যবাদ জানায়) কিন্তু খালেদা জিয়াকে নিয়ে কিছু বললেই ইভটিজিং এর অভিযোগ আনবে। শুধু পোস্ট দাতার বিরুদ্ধে অভিযোগ এনেই খেন্ত দেয় না, সরাসরি ব্লগ মালিক সহ মডারেটরদের বিরুদ্ধেও ইভটিজিং এর অভিযোগ আনে। এরা সারাদিন ব্লগে বিরোধী নেত্রীদের নিয়ে ইভটিজিং করে বেড়ায় কিন্তু তাদের নেত্রীর বিরুদ্ধে কিছু বললেই তাদের ডায়রিয়া শুরু হয়ে যায় আর ল্যাদাইতে থাকে। আমার জানামতে খালেদা ফালু কে নিয়ে প্রায় সব পোস্টের বিরুদ্ধেই মডারেটররা ব্যাবস্থা নিয়েছে, কারন সেই পোস্ট গুলো এখন আর দেখতে পাচ্ছি না।
সেই সব ব্লগারের প্রতি অনুরোধ এরপর আপনাদের নেত্রী যখন সৌদি যাবে তখন একটু পরামর্শ দিয়েন ফালু বিষয়ক সতর্কতা অবলম্বনের জন্য। অহেতুক ব্লগে ক্যাচাল করে লাভ কি? আপনাদের নেত্রী করলে কোন দোষ নেই আর বললে দোষ হয়ে যাবে। আপনারা ইভটিজিং এর অর্থ বোঝেন? অহেতুক উত্যক্তকারীকে ইভটিজার বলে। কিন্তু সত্য ঘটনা তুলে ধরলে সেটা কখনোই ইভটিজিং না। আর অজানাকে জানা্র চেষ্টা ও রহস্যভেদ করার ইচ্ছা মানুষের চিরাচরিত অভ্যাস।
এর পর থেকে আশাকরি, আপনারা বিরোধীদের ইভটিজিং না করে সমালোচনা অব্যাহত রাখবেন। কারন ইটটি মারিলে একসময় না একসময় পাটকেলটি খেতে হয়।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯