দেরি হয়ে গেল। গতকাল ছিল আমার সামুতে লেখালেখির (নিজেকে ব্লগার বলতে আমার একটু আপত্তি আছে। কারন একজন সত্যিকারের ব্লগারের দায়িত্ব আমি পালন করেছি কিনা এতে আমার সন্দেহ আছে ) বর্ষপূর্তি। আমার খেয়াল ছিল না, হঠাৎ লক্ষ্য করলাম আমার বর্ষপূর্তি হয়ে গেছে। বর্ষপূর্তি উপলক্ষে লিখার খুব বেশি একটা ইচ্ছা আমার ছিল না, কিন্তু দেখি সবাই বর্ষপূর্তি উপলক্ষে পোস্ট দেয় তাই খায়েশ হল নিজের অনুভুতি একটু সবাইকে জানিয়ে দিই।
অনেকদিন ধরেই নেট ইউজ করি। ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার শুরু থেকে নেট ইউজ করলেও সোশ্যাল নেটওয়ারকিং বলতে বুঝতাম শুধুমাত্র ইমেইল ও ফেসবুক কে। প্রায় বছর দুয়েক আগে ব্লগের সাথে পরিচিত হলাম। তারপর থেকে প্রথম ছয় মাস অনিয়মিত ব্লগে ঢুকতাম এবং পড়তাম। পরের ছয় মাস নিয়মিত ব্লগ পড়া শুরু করলাম। ফেসবুকে থাকতে বুঝতে পারিনি এই ভার্চুয়াল জগতে ছাগুদের দৌরাত্ব। কারন ফেসবুকে আমার জানামতে কোন ছাগু বন্ধু নাই। ছাগু মনে হলেই আমি ডিলিট করে দিই। কিন্তু ব্লগে আসার পর বুঝলাম ছাগুরা কিভাবে সাইবার স্পেস দখল করার চেষ্টা করছে এবং অপপ্রচারে লিপ্ত আছে। তখনই অনুভব করলাম ছাগুদের এই ভার্চুয়াল প্রোপাগান্ডার বিরুদ্ধে আমারও সক্রিয় অংশগ্রহন থাকা উচিত ও এটা দেশের নাগরিক হিসেবে আমার নৈতিক দায়িত্ব। তারপর আমি সামুতে নিক খুলি এবং সামুতে আমার ১ বছর পূর্ণ হল।
জানিনা আমি এই এক বছরে আমি আমার কতটুকু লক্ষে পৌছাতে পেরেছি। আমি চেষ্টা করেছি ছাগুদের যথাসম্ভব গদামের উপর রেখে তাদের ভার্চুয়াল প্রোপাগান্ডার জবাব দেয়ার। এই নিয়ে ছাগুদের সহযোগী ছাগীয়তাবাদীদের সাথেও অনেকসময় বাকযুদ্ধে লিপ্ত থাকতে হয়েছে। আমি চেষ্টা করেছি যেসব ব্লগাররা আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাঙালী জাতীয়তাবাদ এর পক্ষে ও ছাগুদের ও ধর্মীয় উগ্রবাদীদের বিরুদ্ধে সচেষ্ট থেকেছেন তাদের নৈতিক সমর্থন দিতে। আমি জানি আমার এই লক্ষের খুব সামান্যই আমি পৌছতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি।
আমি সবাইকে ধন্যবাদ দিতে এই ব্লগ লিখছি না। আজ আমি সেই সব ব্লগারকে ধন্যবাদ দিতে চাই যারা বাংলা ব্লগের শুরু থেকেই এই কাজগুল করে আসছেন। আমি তাদের ধন্যবাদ দিতে চাই যারা শুরু থকে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং ছাগুদের বিরুদ্ধে সক্রিয় থেকেছেন। যারা ব্লগে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রেখেছেন তাদের প্রতি।
আমি স্বপ্ন দেখি দেশের সকল ব্লগ হবে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাঙালী জাতীয়তাবাদ প্রচারের তীর্থভূমি। সেই তীর্থযাত্রায় আমি একজন তীর্থযাত্রী।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯