লুত্ফর রহমান রিটনের অসাধারণ ছড়া
ছাগুদের বাড়ি কোথা?
কই থাকে ছাগুরা?
ছাগু থাকে রাজশাহী
ছাগু থাকে মাগুরা।
ছাগু থাকে চিটাগাং
ছাগু থাকে সিলেটে
কিছু ছাগু লন্ডনী মানে কিনা বিলেটে...
কল্যাণ রাষ্ট্রের বেনিফিট হাঁকাতে
ছাগু বাঁচে ইহুদী ও নাসারার টাকাতে।
ইহুদী ও নাসারার ঘি মাখনে পুষ্ট
ছাগুগুলো রাতদিন মহাসন্তুষ্ট!
ছাগু থাকে আদালতে মানে কিনা কোর্টে
ছাগুদের উৎপাত বন্দরে পোর্টে!
ছাগুদের ম্যাৎকার যত্র ও তত্র
ছাগুদের আনাগোনা দেখি সর্বত্র।
হালাল ফুডের ভিড়ে পর্কে ও লেবুতে
ছাগু থাকে ফেসবুকে মানে কিনা ফেবুতে!
ফেসবুকে দেখা যায় ছাগুদের ল্যাঞ্জা
ইস্লামী তরিকায় করেএস্তেঞ্জা।
ছাগুদের ছাগলামি বলে শেষ হবে না।
কট হলে চুপচাপ!
ছাগু কথা কবে না।
পুত্র ও কন্যাকে মাইগ্রেট করিয়ে
ছাগু থাকে পশ্চিমে নানা দেশে ছড়িয়ে।
শুধু পশ্চিমে নয় ছাগু থাকে ইস্টে
গোপনে লুকিয়ে থাকে ছাগু ফ্রেন্ড লিস্টে!
স্যুট-বুট-হাইহীল-বোরকা ও হিজাবে
ধর্মের কথা বলে ছাগু মন ভিজাবে।
ছাগুর আছর দেখি পুরুষে ও নারীতে
শাড়ির আঁচলে ছাগু, ছাগু টুপি-দাঁড়িতে!
কথা শুনে ছাগুদের চিনে নিতে পারবি
ছাগুদের বাংলায় ঢুকে পড়ে আরবী!
বিনোদন দিতে পটু ওরা সবে মিল্লা
কি খবর? উত্তরে আলহামদুলিল্লা!
ফেসবুকে ছাগুদের বুঝিতে ও জানিতে
চোখ রাখ্ ফেসবুক স্ট্যাটাসে ও বাণীতে।
খোদার দোহাই দিয়ে ঘাতকের পক্ষে
কয়টা আয়াত লিখে পাবে ওরা রক্ষে?
ধর্ষক-খুনীদের স্বপক্ষে দাঁড়ালে
মানবতা কেঁদে মরে ধর্মের আড়ালে।
যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে
অটল থাকিস বাপু, বিচলিত হোস্নে।
এক ছাগুর ব্লগে এই কবিতা টা কমেন্ট করেছিলাম। সে ডিলিট করে দিয়েছে। ব্লগের সেই বর্তমান ছাগুরামের (আহমেদ আরিফ) জন্য কবিতা টা দিলাম।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১